যে পথ

প্রেম বিহীন চলে যাবে পথ
ভাবতে পারি কি?
যেমন ভাবতে পারি না
ধুয়া ছাড়া নির্মল আগুন।
এমন জন্ম হবে কিংম্বা হতে পারে,
যতদুর চোখ যায় স্মৃতির দাওয়ায়
কোন উদাসী প্রেমও আসেনি।
এমন ত নয়।
অতিবাহিত সময় আর যাপিত জীবন
যদি বলে দিতে পারতো আগামীর পথ,
তবে দিবধাহীন তোমায় নিয়েই,
দিতাম নিরন্তর উড়াল।
সহজে সব কিছু যেত
নির্বিকার মেনে নেওয়া।
বন্ধুরা যখন পত্রমিতালিতে প্রেম খুঁজে বেড়ায়
আমি তখন শূন্যতায় প্রেমের ভান করি।
তখন যদি জানা যেতো প্রেম এক
জটিল রসায়নের নাম।
তবে দিঘির জলে সাতার না চেয়ে
যে পথ আসেনি সময়ে
শিশির জলবিন্দুতেই নিতাম শরণ।

3 thoughts on “যে পথ

  1. বন্ধুরা যখন পত্রমিতালিতে প্রেম খুঁজে বেড়ায়
    আমি তখন শূন্যতায় প্রেমের ভান করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।