মন খারাপ

27370

এই শব্দ ছুঁয়ে যাক তাকে
আজ যার সবচাইতে মন খারাপ,
অযথা শব্দবাণ ভুলে,
সাতকাহনের ঘুর্ণিপাকে বয়ে,
মনকুচি উড়ে উড়ে ঘর-জুড়ে।

কত জন কত কথা বলে।
জানা অজানা মন ভাসে চোখের জলে।
রাতচরা সব কথা ভুলে,
আনাচকানাচে থাকা আনন্দকুচি যত,
নেমে আসুক ফুরফুরে হাওয়া ঘর-জুড়ে,
এককুচি মন তুলে রাখি বসন্ত পরাগে।।

10 thoughts on “মন খারাপ

  1. ‘সাতকাহনের ঘুর্ণিপাকে বয়ে যাওয়া,
    মনকুচি উড়ে উড়ে ঘর-জুড়ে বেড়াক।’
    মন খারাপের দিনে সেই ভালো সেই ভালো বন্ধু। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. নেমে আসুক ফুরফুরে হাওয়া ঘর-জুড়ে,
    এককুচি তুলে রাখি মন পরাগ মুড়ে।।

    * দিদি, মুগ্ধ…

মন্তব্য প্রধান বন্ধ আছে।