এই শব্দ ছুঁয়ে যাক তাকে
আজ যার সবচাইতে মন খারাপ,
অযথা শব্দবাণ ভুলে,
সাতকাহনের ঘুর্ণিপাকে বয়ে,
মনকুচি উড়ে উড়ে ঘর-জুড়ে।
কত জন কত কথা বলে।
জানা অজানা মন ভাসে চোখের জলে।
রাতচরা সব কথা ভুলে,
আনাচকানাচে থাকা আনন্দকুচি যত,
নেমে আসুক ফুরফুরে হাওয়া ঘর-জুড়ে,
এককুচি মন তুলে রাখি বসন্ত পরাগে।।
‘সাতকাহনের ঘুর্ণিপাকে বয়ে যাওয়া,
মনকুচি উড়ে উড়ে ঘর-জুড়ে বেড়াক।’
মন খারাপের দিনে সেই ভালো সেই ভালো বন্ধু। অভিনন্দন।
অনেক ধন্যবাদ বন্ধু .. ভালো থাকুন খুব..
খুব ভালো লিখেছেন ….. অভিনন্দন আপনাকে ….!
অনেক ধন্যবাদ আপনাকে
ভালো লিখছো আপু । শুভেচ্ছা জেনো ।
অনেক ধন্যবাদ আপনাকে
নেমে আসুক ফুরফুরে হাওয়া ঘর-জুড়ে,
এককুচি তুলে রাখি মন পরাগ মুড়ে।।
* দিদি, মুগ্ধ…
অনেক ধন্যবাদ আপনাকে ..খুব ভালো থাকুন
ছন্দ তাল সুন্দর
অনেক শুভ কামনা——-
ধন্যবাদ আপনাকে .. ভালো থাকুন