আবীর রঙের ছবি

আবীর রঙের আঁকার খেলায়
আমার ছবি এঁকো।
পেঁজা মেঘের স্নিগ্ধ আলোয়
শিউলি কুঁড়িও রেখো।
চলতে চলতে পথের বাঁকে
একটুখানি থেমো।
তোমার হাতেই আমায় দিলাম
তোমার করে রেখো।

24 thoughts on “আবীর রঙের ছবি

  1. লিখায় চমৎকার সারল্য আর আনন্দ মাখা রয়েছে। সুন্দর।
    অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু। প্রণাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ৮ লাইনের লেখায় দারুণ ভাব।
    ভালো লাগা রইলো।
    শুভ সকাল

  3. তোমার হাতেই আমায় দিলাম
    তোমার করে রেখো।- অসাধারণ আহবান, বন্ধু।

    এভাবে কেউ কখনো বলে নাই। কবিতায় মুগ্ধতা রেখে সাথেই আছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক অনেক ধন্যবাদ প্রিয় গল্প দা। :)

    1. ধন্যবাদ প্রিয় লেখক। অনেকদিন আপনার লেখা পড়া হয় না। :)

  4. আজকে বেশ কয়েকটি ছোট কবিতা পড়লাম। আপনার লিখাতে মুগ্ধতা কবি রিয়া। :)

    1. অনেক ধন্যবাদ কবি সুমন আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. যতটুকু বুঝেছি, মনের গভীরের ব্যাকুল চাওয়াকে সরাসরি সরল ভাষায় বলা হয়েছে। আছে বিশ্বাস, আছে সমর্পণের মানসিকতা, আছে সরলতা। সফলতার জন্য এর বেশি কিছুই প্রয়োজন হয়না, অন্তত পুরুষ মানুষ এর ক্ষেত্রে। সরাসরি বললেই সফলতার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। রিয়া দেবী সেটা বুঝে গিয়েছেন দেখছি। পড়ে মনে হয়েছে একটা নিষ্পাপ কিশোরীর মনের কথা এগুলো।

    এই কবিতাটা অন্তত কিছুটা বুঝতে পেরেছি মনে হচ্ছে। স্যালুট রিয়া দেবী kiss 

    1. ভীষণ ভাল লাগলো আজ কারণ আমার লেখা বুঝতে পেরেছেন দাদা ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. ভালোবাসার নৌক নোঙ্গর করুক স্নিগ্ধ শুভ্রতা আর প্রাণের উল্লাসে ।

    চমৎকার ভাবনা।

  7. যতদিন এই প্রাণের শব্দনীড়ে লেখালেখি করি, ততদিন তো আপনাকে মনে রাখবোই; এর পরেও যতদিন এই দেহে প্রাণ নামের জীবনটা থাকে ততদিনও মনে রাখবো শ্রদ্ধেয় রিয়া দিদি।

    1. আমার কৃতজ্ঞতা রইলো প্রিয় নিতাই দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  8. তোমার হাতেই আমায় দিলাম
    তোমার করে রেখো।

    …………………….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  9. ভীষণ মনে ধরেছে কবিতাটা। প্রিয় লাইন, "তোমার হাতেই আমায় দিলাম
    তোমার করে রেখো।" 

    আবার বিপ্লবী লাল সালাম রিয়া দেবী কে kiss

    1. এই কবিতায় তাহলে বোঝানো গেলো। :) শুভেচ্ছা দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।