টুকরো হৃদয়

এক টুকরো হৃদয় কেটে দিলাম তোমায়,
তুমিই তো এখন আমার স্থির আকাশ,
অথচ জানি, এই স্থির আকাশেও
একদিন ঝড় উঠবে, অস্থির হবে।
আবার রক্তাক্ত হবে ছিন্নভিন্ন হৃদয়।

জানি আলো শেষ হবার পরেও
তোমায় দেখতে পাবো না।
বুকের ভেতর থেকে যাবে তুমি
পৃথিবীর প্রথম দিনের সূর্যের মতো।
আবার প্লাবনে ভাসবে আমার চোখ।

প্রতিদিন মঞ্জরিত আমি তোমার প্রেমে,
তৃষ্ণার এক অঞ্জলি আমি,নেফারতিতি।
অদৃশ্য তুমি ভাসিয়ে নিয়ে যাও আমায়।
হিমেল হাওয়ায়, দক্ষিনের হাত ধরে
ক্ষেতের দিকে, কাজল জলের সাথে
বয়ে যাওয়াই হল আমার পথ।

24 thoughts on “টুকরো হৃদয়

  1. টুকরো হৃদয়ের অসাধারণ অনুভবের শাব্দিক প্রকাশ প্রিয় কবিবন্ধু রিয়া। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক সুন্দর। শুভেচ্ছা সহ শুভ কামনা রইলো।

  3. একদিন ঝড় উঠবে, অস্থির হবে।
    আবার রক্তাক্ত হবে ছিন্নভিন্ন হৃদয়।

    অসাধারণ কবিতা কবি। অনেক শুভকামনা।

  4. কবিতা পাঠে মুগ্ধ হলাম। শুভ বিজয়া দশমীর আন্তরিক
    প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয়কবি।
    জয়গুরু!

    1. শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাকেও কবি দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. প্রতিদিন মঞ্জরিত আমি তোমার প্রেমে, তৃষ্ণার এক অঞ্জলি আমি, নেফারতিতি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. পথের এই যাত্রা থাকা মশৃণ থাক কবি রিয়া রিয়া চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  7. প্রতিদিন মঞ্জরিত আমি তোমার প্রেমে,
    তৃষ্ণার এক অঞ্জলি আমি,নেফারতিতি।
    অদৃশ্য তুমি ভাসিয়ে নিয়ে যাও আমায়।

     

    * অসাধারণ শব্দ চয়নে বিমুগ্ধ সুপ্রিয় কবি দি…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

  8. এই স্থির আকাশেও
    একদিন ঝড় উঠবে, অস্থির হবে।
    আবার রক্তাক্ত হবে ছিন্নভিন্ন হৃদয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  9. মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। এটা আমার প্রিয় কবি রিয়া দিদি লেখা কবিতা। তাই এতো সুন্দর!  শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো শ্রদ্ধেয় রিয়া দিদি।            

  10. নেফারতিতি কথা বললে  সে যাকে ভালো বাসতো তাকে অবশেষে পায়নি  

    ভালবাসা  মিলনের চেয়ে  গুমরে মরে  বেশি মনে হয়

    তোমার জন্য শুভ কামনা দিদিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।