কালবেলায় মধুচন্দ্রিমা

গতকাল অনেক রাত অবধি বসে ছিলাম একা চুপচাপ।
আজকাল মাঝে মাঝেই কুয়াশা এসে ঢেকে দিচ্ছে মনের জানালা।
কাল রাতে কিন্তু চাঁদের আলোয় ভাসেনি আমার ঘর।
চুপচাপ বসে ছিলাম, জানি সে ভুল করে হলেও
ধোঁয়াটে জানলাটা খুলে একবার আসবে এসে ডাকবে আমায়।

বসে বসে আঙুলে কর গুনি নামতা পড়ার মতো, জ্যোতিষীর মতো রেখা চিনি,
তাঁর ছোঁয়ায় ছোঁয়া চিনি, আর বাকি যা কিছু আনাগোনা করে মনে মনে ,
সব নিয়েই অপেক্ষা অপেক্ষা আর শুধুই অপেক্ষা।
আর চলে সময়ের সাথে প্রতিটা ক্ষণে আমার তর্ক-দ্বন্দ্ব।
আস্তে আস্তে নিস্তব্ধতা ভেঙে,অভিমানের দরজা ভেঙে তুমি এলে…
অতি ধীরে, চিরচেনা, বহুদূরে ভেসে যাওয়া সুর টেনে,
একে একে বলে গেলে সেই চেনা কথাগুলো।

মাঝে মাঝে এমন রাত আসে, যখন রাতের আকাশে একলা চাঁদের পাশে
লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে আর সেসব রাত গতকালও এসেছিলো।
হিমেল হাওয়াতে তোমার রাজপথ আঁকা।
আমিও শুধুমাত্র তোমাকেই দিয়েছি আমার ন্যায্য দাবী রাখার।
প্রতিক্ষণের আমার এ অভিসার, চির সখা আমার,
রেখেছি যত্নে তোমার অমোঘ ঈশ্বরীয় প্রেম।

তুমি জানো যে তোমাতেই আমি, আর আমি জানি যে আমাতেই তুমি।

16 thoughts on “কালবেলায় মধুচন্দ্রিমা

  1. তুমি জানো যে তোমাতেই আমি, আর আমি জানি যে আমাতেই তুমি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. তুমি জানো যে তোমাতেই আমি, আর আমি জানি যে আমাতেই তুমি।

  3. খুব সুন্দর কবিতা কবি রিয়া।

  4. কবিতাটি আমার কাছে অসাধারণ লাগলো কবি রিয়া রিয়া। 

  5. "লক্ষ কোটি চাঁদ জ্বলে" ওঠার কবিতা! মন ভরে কাব্যসুখ নিলাম!

    অভিনন্দন !

  6. চমৎকার অনুভূতি কবিতায় প্রকাশ করেছে শ্রদ্ধেয় কবি রিয়া দিদি। আপনার কবিতায় ভালোবাসা সবসময় থাকবে দিদি।

  7. অসাধারণ কবিতা পাঠে এক ভাবনার গভীরে হারিয়ে গিয়েছিলাম কবি দিদি

    অনেক শুভেচ্ছা নিবেন———- 

মন্তব্য প্রধান বন্ধ আছে।