গতকাল অনেক রাত অবধি বসে ছিলাম একা চুপচাপ।
আজকাল মাঝে মাঝেই কুয়াশা এসে
ঢেকে দিচ্ছে মনের আকাশ।
কাল রাতে কিন্তু চাঁদের আলোয় ভাসেনি আমার ঘর।
বসে বসে আঙুলে কর গুনি নামতা পড়ার মতো,
জ্যোতিষীর মতো রেখা চিনি,
আর বাকি যা কিছু আনাগোনা করে মনে মনে, সব, সব নিয়েই
অপেক্ষা অপেক্ষা আর শুধুই অপেক্ষা।
চলে সময়ের সাথে প্রতিটা ক্ষনে আমার তর্ক-দ্বন্দ্ব।
মাঝে মাঝে এমন রাতও আসে,যখন আকাশে
একলা চাঁদের পাশে লক্ষ কোটি চাঁদ জ্বলে ওঠে, আর।
হিমেল হাওয়ায় আঁকা হয় আমার রাজপথ।
আমি শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবী রাখার।
হিমেল হাওয়ায় আঁকা হয় আমার রাজপথ।
আমি শুধুমাত্র আমাকেই দিয়েছি,
আমার ন্যায্য দাবী রাখার।
__ পাঁচটি তারা উপহার প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
শুভেচ্ছা অফুরান
দিদি, বড়ই আফসোস কি বাত হ্যায়!
ব্লগে কেও কারো পোস্টে মন্তব্য করতে চায় না। সম্ভবত আত্মসম্মানে বাধে।
আমি অনেকক্ষণ যাবত লক্ষ করছি আমাদের প্রিয় মুরুব্বীর একটা মন্তব্য পরে রয়েছে অথচ এত সুন্দর লেখায় কেও আসছে না!
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…
স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ করা সকল বীর শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা!!
আবার একবার এসে পড়ে গেলাম। ভালো লাগে।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বন্ধু.
স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ করা সকল বীর শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা!!
বাকি যা কিছু আনাগোনা করে মনে মনে, সব, সব নিয়েই
অপেক্ষা অপেক্ষা আর শুধুই অপেক্ষা।
দারুন পরিচ্ছন্ন লিখা দিদি
শুভ সন্ধ্যা
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই আপনাকে
স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ করা সকল বীর শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা!!