ডিপ্রেশন

আজ আলোচনা depression নিয়ে। Depression শব্দটির মানে দাঁড়ায় বিষণ্নতা। ডিপ্রেশন একটি মানসিক রোগ যা, নিরানন্দ, অপরাধবোধ, ঘুমের অসুবিধা বা ক্ষুধার সমস্যা, কমশক্তি, দুর্বল মনোযোগ ও কৌতূহল হারিয়ে ফেলার একটি ক্রমাগত অনুভূতি ঘটায়।

আমরা সবাই ভালো থাকতে চাই, সুখী হতে চাই। কিন্তু এই ভালো থাকার জন্য কিংবা সুখের সন্ধানে তিল তিল করে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে হয়। আর নিজেকে গড়ে তোলার পথটাও সব সময় সহজ হয় না, নানা ঘাত-প্রতিঘাত বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যে কারণে মানুষ নানা ধরনের মনো-সামাজিক চাপের সম্মুখীন হয়। এ ধরনের পরিস্থিতিতে কখনো কখনো আমাদের মন বিষণ্ন হয়ে ওঠে। আর এই বিষণ্ন্নতাই এক সময় রোগে পরিণত হয় যাকে বলা হয় major depressive disorder.

শুধু আমাদের দেশ নয়, মানসিক রোগ বিষয়ে সচেতনতার অভাবে বিশ্বের অনেক দেশেই মানুষ মনোচিকিৎসকের শরণাপন্ন হয় না। জেনে নিতে পারি কী ধরনের সমস্যাগুলোকে বিষণ্নতাজনিত সমস্যা বলা হয়। এ বিষয়ে American Psychological Association কর্তৃক প্রকাশিত Diagnostic and Ecstatical Manual for Mental Disorder Depression রোগটিকে নির্ণয়ের জন্য কতগুলো লক্ষণের বর্ণনা করা হয়েছে। লক্ষণগুলো কী মাত্রায় থাকলে বিষণ্নতাজনিত রোগ কোন পর্যায়ে রয়েছে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

একজন মানুষ যখন major depressive disorder এ আক্রান্ত হয় তখন তার মধ্যে প্রাথমিক দুটি লক্ষণ দেখা যায়।

১. বিষণ্ন মন বা মেজাজ।
২. সব কিছুতে আগ্রহ ও আনন্দ হারানোর অনুভূতি।
এ দুটো লক্ষণের মধ্যে কখনো একটি আবার কখনো কখনো দুটো লক্ষণই একসঙ্গে দেখা দিতে পারে। লক্ষণগুলোর প্রভাবে ব্যক্তি আগে যেভাবে কাজ-কর্ম চালিয়ে নিতে পারতেন এখন আর সেভাবে পারেনন না।

যেভাবে বুঝবেন বিষন্নতার রোগে ভুগছেন :
এ ক্ষেত্রে বেশির ভাগ দিন বা প্রায় প্রতিদিনই যে তার মন খারাপ থাকে তা ব্যক্তি নিজেই বুঝতে পারেন। এ ছাড়া সমস্যাগ্রস্ত ব্যক্তির খালি খালি লাগার অনুভূতি বা গভীর দুঃখবোধ কাজ করবে। ফলস্বরূপ সমস্যাগ্রস্ত ব্যক্তির শরীরের ওজন কমে যায় বা বেড়ে যায়। যদিও তিনি হয়ত খাবার গ্রহণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য কোনো পদক্ষেপই নেননি। তার পরও প্রায় প্রতিদিনই তার রুচির হ্রাস-বৃদ্ধি ঘটে। সেই সঙ্গে নিদ্রাহীনতা বা ইনসোমনিয়া কিংবা অতিনিদ্রা বা হাইপার ইনসোমনিয়া দেখা দেয়।

কোনো বিষয়ে চিন্তা করা বা মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাওয়া। বার বার মৃত্যু চিন্তা বা আত্মহত্যার চিন্তা মনে ঠাঁই করে নেওয়া। কোনো কোনো ক্ষেত্রে কিভাবে আত্মহত্যা করবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাও থাকে না, কিন্তু তিনি ঠিকই আত্মহত্যার কথা ভাবেন।

এই উপসর্গ বা লক্ষণগুলোর কারণে ক্লিনিক্যালি তাৎপর্যপূর্ণভাবে তার সামাজিক, পেশাগত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বিঘ্ন বা সমস্যার সৃষ্টি হয়।

তবে ওপরে বলা লক্ষণগুলোর সবগুলো একজন ব্যক্তির মধ্যে নাও থাকতে পারে। লক্ষণগুলোর উপস্থিতির ওপর ভিত্তি করে একজন মনোচিকিৎসক সিদ্ধান্ত গ্রহণ করে রোগী ডিপ্রেশন বা বিষন্নতার কোন পর্যায়ে রয়েছে। উপরিউক্ত লক্ষণগুলো কারো দেখা দিলেই দেরি না করে তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

10 thoughts on “ডিপ্রেশন

  1. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপে শুভেচ্ছা গ্রহণ করুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    এই পোষ্টটি আমার জন্য নয়। আমার কোন কাজেই আসবে না এই পোষ্ট, তবু বলব এ একটা কাজের পোষ্ট কারুর কাজে লাগতে পারে।

    প্রতিদিন সকালে হাটতে যাই বেশ একটা খোলা প্রান্তরে। দুই পাশে ধানি জমি মাঝখান দিয়ে পাকা রাস্তা। কোন যানবাহন চলাচল করে না এ রাস্তায় কারণ রাস্তটি গিয়ে শেষ হয়েছে এলাকার গোরস্তানে। প্রায় বেশির ভাগ সময় নির্জন থাকে। আশপাসে কেউ না থাকলে হেসে উঠি। দীল টা খুশ হয়ে যায়। বিসন্নতা আমাকে বাপ বাপ বলে দূরে পালায়।

    আপনাকে https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. এইরকম থাকুন ..যেরকম আছেন ..তাহলে আর দুঃখ ধারে কাছেও আসবে না … ধন্যবাদ আপনাকে ..

  2. পরামর্শটি সংগ্রহে রাখার মতো। আমি প্রিন্ট আউট করে রাখলাম।
    ধন্যবাদ বন্ধু। শুভ সন্ধ্যা। :)

  3. লেখাটা পড়ে মনে হচ্ছে আমি বিগত মাস দুয়েক যাবত এই অবস্থায় আছি। তাহলে ডাক্তারের পরামর্শ লাগবে নাকি?

    1. না সবসময় ডাক্তারের পরামর্শ লাগে না … গান শুনুন আর মন সতেজ রাখুন..

  4. Depression আসে কেন ? অকারণে আসে না । ধরো যে কারণে ডিপ্রেশন সে সমস্যার সমাধান হচ্ছে না । তখন ডাক্তার বাবু আর কি করবেন । সাজেস্ট করবেন যে ” সমস্যা থাকলে সমাধান ও আছে” । সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজে বের করার পরামর্শ দেবেন না । শুধু গাদাখানেক ঘুমের ওষুধ দেবেন ।
    তবে সবার সমস্যা এক না ।
    তোমার পোস্ট অনেক মূল্যবান । মানুষ সমস্যাতে যায় তার উত্তরণ ও আছে । ডিপ্রেশন থেকে সবাই মুক্তি পাক । শুভকামনা তোমার জন্যে ।

    1. মন খুব জটিল .. তাই ডিপ্রেশন আসার আগেই মনের গতিপথ পাল্টানো দরকার … শুভেচ্ছা আপু ..ভীষণ ভালো থাকুন..

মন্তব্য প্রধান বন্ধ আছে।