সাত ফোড়ন


এখন আমার চূড়ান্ত খরা,
রক্তাল্পতায় ফুটে ওঠে
জ্যামিতিক নকশা।
সামনেই মরুদ্যান
নরম ঘাসের জমি
কিছুদূর এগোলেই
আমার পায়ের পাতায়
চুমুতে ভরিয়ে দিতো
নরম ঘাসেরা।


দিনের আলোর গভীরে
লুকিয়ে রাতের ইতিহাস
নাটোরের ঘন অন্ধকারে
তোমার মুখোমুখি অন্যজন
আমার জায়গা তবে কোথায়?
দিনের শেষে, গোধূলির সময়ে?


দিকচিহ্নহীন নকশা হাতে এখনও
আল বাঁধে আরুণি সংকেতে।
আমার সীমানা চিহ্ন,
আল ছোঁয়া ফসলের ক্ষেতে।


ভাঙনের গান কখনও
উৎসবের থীম সং হতে পারে।
বছর শেষের চড়কের
শিহরণ যেমন।


একটা কবিতার জন্য প্রয়োজন
বরফের এক তীক্ষ্ণ ফলার
দীর্ঘ রাতের পরে, আমূলভাবে,
বিঁধে যাওয়া বুকের গভীরে।
স্ব -নির্বাচিত মৃত্যু যন্ত্রণা ছাড়া
কবিতা লেখা কি সম্ভব?


আমি বারংবার তোমার কাছে নতজানু
কারণ আমার অহংকার,
তোমার প্রেমের থেকে বেশী নয়।।


রাত্রীর গভীরতায় তোমাকে একান্ত পরিমাপ,
বল, কে বেশি গভীর, আমি না রাত্রি?

9 thoughts on “সাত ফোড়ন

  1. সাত ফোড়নে সাতকাহন। খণ্ড খণ্ড লিখা গুলোন অনবদ্য অনন্য সাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রচুর নৈপুণ্যতা নিয়ে খন্ডগুলো প্রকাশ। মুগ্ধতা রইল দাদুভাই।

  3. দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছ নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    আপনি ভাল মানের লেখক। কবিতা বা গদ্য যা লিখেন তার মধ্যে আলাদ বৈশিষ্ট্য থাকে। পাঠক হিসাবে বেশ তৃপ্তি পাই।

    আপনাকে আপনার লেখা প্রকাশ করার সাথে সাথে পাঠকের কাছে পৌছে দিতে চাইলে আপনাকে আরো কিছু সময় দিতে হবে। জানি ব্যস্ততা সবার কিন্তু এটাকেও একটা কাজের অংশ ভাবতে হবে।

    আপনার ভাল হোক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. “রাত্রীর গভীরতায় তোমাকে একান্ত পরিমাপ,
    বল, কে বেশি গভীর, আমি না রাত্রি?”

    কবিতা মন ছুঁয়ে গেল দিদি। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা তোমার জন্য।

মন্তব্য প্রধান বন্ধ আছে।