অপেক্ষা … ২৩ (চিঠি)

প্রিয়মন,

অপেক্ষায় থাকি আমি রোজ, এ যেনো অনন্তকালের অপেক্ষা আমার তোর জন্য। অপেক্ষার রং কমলারসা, যেনো তোর ঠোঁটের স্বাদ। অপেক্ষার সন্ধ্যে নীল, তোর চোখের ছায়া। তুই ও কি অপেক্ষা করিস? বলনা করিস অপেক্ষা ? একেবারেই করিস না? জানতে ইচ্ছে করে ভীষণ, তোর অপেক্ষা আমার জন্য। এতো শুধু সময় পেন্ডুলাম। অপেক্ষা এখনও বাকি। অপেক্ষার দুপুর কাজলছাপ, তোর রুক্ষ চুলের মতো। অপেক্ষার মন ধোয়া রঙ, তোর নিঃশ্বাসে ডুব চান।

সময় নদী কুলকুল করে বয়ে আমার কাছে আকুল হয়ে দাঁড়ায়। আমার তখন তোকে ছুঁতে চাওয়ার ইচ্ছেরা প্রবল হয়। ইচ্ছেরা সব জাগে। নিবিড় ভাবে জড়িয়ে থাকতে ইচ্ছে করে তখন তোকেই। কুশের আসন ভিজিয়ে নিয়ে বসেছি তোর আরাধনায়, একটু ঘাস ভেজানো ঘ্রাণ। বুকের ভিতর উথাল পাথাল ঢেউ। আবার জন্মে আবার যদি ফিরি। তবে পাতার জন্ম নেবো, শুধু তোকে ছুঁয়ে থাকবো মন। হয়তো বাতাস হব।

আজ মন তোর কাছে গচ্ছিত। ভালবাসা দাঁড়িয়ে তোর চৌকাঠে।মনের বাঁধন খুলে গেছে সন্ন্যাস আবিরে। অপেক্ষার ঘোর লেগেছে আমার মনে, মাথার ভেতর অসংখ্য অলিগলিতে শুধু তোর আনাগোনা। সন্ধ্যে বেলায় ধূপের ধোঁয়ায় দেখি, অপেক্ষার নামতা। অসহ্য এ অপেক্ষা, অসহ্য এ শরীর, একবার তুই ছুঁয়ে দেখ। ইতিহাসের পাতায় সব দুঃখ হেলায় ফেলে সুখের শিখরে উঠবো। এইত, শুধু এইটকুই আমার রোজ নামচার পথ। স্বপ্ন বেয়ে আসতে পারি তোর কাছে যখন তখন। সন্ধ্যে কিংবা রাত। মন খারাপের রাতগুলোও তুইই থাকিস ঘিরে।

আজ না হয় ঘুমিয়ে পড়ুক তোর আর আমার রাত …

… ইতি,
আমার হারানো মন…
______________

12 thoughts on “অপেক্ষা … ২৩ (চিঠি)

  1. লিখাটি চিঠি কিনা দেখার অপেক্ষা করছি প্রিয় কবিবন্ধু।
    চিঠি হলে জানিনা কার উদ্দেশে হবে আর ইতিই বা কী হবে। অতএব অপেক্ষাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুউউউম। যা ভেবেছিলাম তাই। অপেক্ষা হচ্ছে চিঠি আর চিঠি হচ্ছে অপেক্ষা।

  2. দীলখুশ মিঞার পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    হাই হ্যালো।

    একি প্রেম নাকি ভালোবাসা, নাকি আমার মনের সুপ্ত বাসনা
    একি প্রেম নাকি ভালোবাসা, নাকি আমার মনের সুপ্ত বাসনা
    সময় নদী কুলকুল করে বয়ে আমার কাছে আকুল হয়ে দাঁড়ায়
    সন্ন্যাস আবিরে শুধু তোর আনাগোনা সন্ধ্যে বেলায় ধূপের ধোঁয়ায়
    একি প্রেম নাকি ভালোবাসা, নাকি আমার মনের সুপ্ত বাসনা
    একি প্রেম নাকি ভালোবাসা, নাকি আমার মনের সুপ্ত বাসনা

    1. নিজেতো লিখতে পারি না, তাই ভাবনার কপি শব্দ পেষ্ট।

  3. সুন্দর করে লিখেছেন
    উত্তর দিয়েছি …..
    শুভকামনা থাকলো।

  4. অসাধারণ বাক্য বিন্যাস!
    প্রজাপতি প্রজাপতি
    কোথায় পেলে ভাই এমন সুরের কলি?

  5. চমৎকার চিঠি! উত্তরও পড়ে নিয়েছি ইতোমধ্যে; শুভ কামনা রইলো দিদি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।