অভিমান

নীল আকাশের চাঁদটার থেকে অভিমান তুলে নিয়ে, যদি ইচ্ছে করে মন উড়ে যাই হাওয়া পথ ধরে! সেই যে কবে ভেসে গেছে বৃষ্টির ফোঁটা জলে মিশে আর নিয়ে গেছে সবটুকু আলো, আমাকে অন্ধকারে রেখে। এখন ছায়া শুধু ভিড় করে অবরে সবরে। মেঘেদের কাছ থেকে বৃষ্টি নেবো চেয়ে। আর আনমনে মেখে নেবো এই দুই চোখে, ভীষণ প্লাবনে ভেসে গেছে যে মেঘমন। তাকে খুঁজে নেবো। যার বিচরণে আমার নিঃশ্বাস, প্রশ্বাস। জানি, এ চোখের মেঘ সারাবার আমার বৃথাই প্রয়াস।

ইচ্ছে করে গাছেদের শিরা থেকে সবুজের ঢেউটাও নিতে। হৃদয় মাঝে ফুল সাজে রেখো দেবো তোর জন্য মন। আর যদি হৃদি-নদে তালে তালে নাও খানি ভাসে
সেই ভাসানের গানে গানে যদি আমার চিতায় ছাই ওড়ে, তবে উড়ে যাক, পুড়ে যাক সব দীর্ঘশ্বাসে। বিসর্জনের ঢাক বাজুক নাহয় আবার। আর মন, তুই শুধু রাত হলে খুঁজে নিস জোনাকির আলো।

18 thoughts on “অভিমান

  1. অ সা ধা র ণ।

    অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ এবং শুভেচ্ছা বন্ধু। শরীরের প্রতি যত্ন নেবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভীষণ প্লাবনে ভেসে গেছে যে মেঘমন। তাকে খুঁজে নেবো। যার বিচরণে আমার নিঃশ্বাস, প্রশ্বাস। জানি, এ চোখের মেঘ সারাবার আমার বৃথাই প্রয়াস।

    প্রিয় , আপনার সব গুলো লিখা ও লিখার ভেতরকার সবই দীর্ঘ সময় নিয়ে পড়েছি আমি ।
    আজ আবারও পড়লাম …..মুগ্ধতা রাখছি ।
    সুখী হোন অনেক ।

    1. আপনিও ভালো থাকুন কবি দাউদুল ইসলাম দা। সুন্দর মন্তব্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. ইচ্ছে করে গাছেদের শিরা থেকে সবুজের ঢেউটাও নিতে।

    ** অপূর্ব…

  4. ভালোলাগা রেখে গেলাম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।