আমার ভুলে থাকা মন – ২

আমার ভুলে থাকা মন – ২

অনেকদিন হয়ে গেল হাসিনি আগের মতন, সেই ছোট্টবেলার মতো, যেমনটি এই কয়েক বছর আগেও পারতাম। এখনও মনে আছে। আমি তখন ১২ ক্লাসে পড়ি বোন ১১ ক্লাসে আমরা দুই বোন একসাথেই বাড়ি ফিরতাম। খাবার টেবিলে রাখা থাকতো আমি ও আমার বোন বাড়ি ফিরে হাত, মুখ ধুয়ে যখন খেতে বসতাম তখন শুরু হত আমাদের যত গল্প আর হাসি। আমরা আস্তে হাসতে পারতাম না, জোরে জোরে শব্দ করে হাসতাম। তখন আমার কাকিমনি বলতেন পাড়ার মানুষেরা বুঝতে পারছেন আমাদের বাড়ির দুই মেয়ে বাড়ি ফিরে খেতে বসেছে।

জানিস মন সেই দিনের অভাব আজ খুব বুঝতে পারি রে। কত কিছু আলাদা হয়ে গেছে। যখনই তাকাই চারিদিকে দেখি সব কিছু অচেনা, হারিয়ে গেছি জানিস এই সব অচেনাদের ভিড়ে। আমার আমি কে আজ আর কোথাও খুঁজে পাই না। হারিয়ে যাওয়া খুব ভালো হত রে মন যদি তোর মতন হারিয়ে মিলিয়ে যেতে পারতাম আলোতে। তাই আর তাকাই না ফিরে, দেখি না কিচ্ছুটি। কারোর দিকে তাকাই না এখন, ভাললাগে না রে। অথচ দেখ কি ভিড় চারিদিকে। দম বন্ধ হয়ে আসে।

জানিস বুকের নিচের সেই চোরাবালিটা আজও বালি ভাঙে। একটা বালি খোরার যন্ত্র দিতে পারিস আমাকে মন ? তাহলে একটা কবর খুঁড়ে বালিতে সেই কবরে শুয়ে থাকি চিরজীবনের মতো, আর সমুদ্র ঢেউ মুছে দিয়ে যাক আমার কবরের শেষ দাগটুকু। যাতে কেও কোনোদিন আমাকে খুঁজে না পায়। সেদিন দেখবি আবার আমি আমার আমিকে খুঁজে পাবো। আবার আমরা কত মজা করবো, তুই আর আমি এক সাথে।

জানিস মন আমি এখন খানিকটা মাটি খুঁজছি উর্বর, পুঁতে দেবো আমার প্রিয় ফুলের বীজ। যেদিন ফুলে ফুলে ভরে যাবে আমার সেই গাছে, সেদিন আমি ঘুমবো এক শান্তির ঘুম, যে ঘুম ভেঙ্গে আমি আর উঠবো না কোনো দিন।

18 thoughts on “আমার ভুলে থাকা মন – ২

  1. ‘জানিস মন আমি এখন খানিকটা মাটি খুঁজছি উর্বর, পুঁতে দেবো আমার প্রিয় ফুলের বীজ। যেদিন ফুলে ফুলে ভরে যাবে আমার সেই গাছে, সেদিন আমি ঘুমবো এক শান্তির ঘুম, যে ঘুম ভেঙ্গে আমি আর উঠবো না কোনো দিন।’

    এমন স্মৃতিকথন হৃদয় ভরিয়ে তোলে। আমারও ইচ্ছে করে লিখতে। পারি না। :(

    1. অনেক ধন্যবাদ …শুভসকাল বন্ধু

  2. ভাষাহীন আমি । কোন মন্তব্য আপনাকে স্পর্শ করতে পারবে না জানি । শুধুই শুভ কামনা রইলো !

    1. অনেক ধন্যবাদ আপনাকে …শুভসকাল

  3.  

     

     

    কিছুদিন ধরে সাংসারিক ঝামেলায় ব্লগে না থাকার কারণে আপনার লেখাগুলো ভীষণভাবে মিস করেছি, দিদি। আশা করি আর নয়! 

    বিজয়ের শুভেচ্ছা জানবেন।        

  4. অসাধারণ কবি রিয়া দিদি। বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন। :)

  5. আমি এখন খানিকটা মাটি খুঁজছি উর্বর, পুঁতে দেবো আমার প্রিয় ফুলের বীজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।