অন্ধ নগরী

অন্ধ নগরী

এখানে এখন দিন রাত সব এক
চারিদিকে শুধুই অন্ধকার,
সূর্য এড়িয়ে চলে তীব্র ঘৃণায়।
অন্ধকার, শুধুই অন্ধকার
ভয়ে বাতাসও ঢোকেনা এখানে,
সবার চোখে আজ কাপড় বাঁধা –
আজ নারী, পুরুষ নির্বিশেষে গান্ধারী।

চলতে চলতে পায়ে ঠেকে যায়
পচা গলা সভ্যতার মৃতদেহ
দুর্গন্ধময় লাশের স্তুপ।
সভ্যতাকে বিসর্জন দিয়ে
নির্মিত হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ
ভয়ঙ্কর শবের শহর।

দানবেরা দাপিয়ে বেড়ায়
আর ছুটে চলে জীবন্ত
লাশ গুলো উলঙ্গ ভাবে,
শহরের পথে ঘাটে পরে থাকে
সভ্যতার ধ্বংসচিহ্ন,
সব স্মৃতি মুছে দেয়
চাপ চাপ রক্তের ছোপ।

12 thoughts on “অন্ধ নগরী

  1. * মানবিক মূল্যবোধ যেন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে

    হিংস্রতা  ঠাঁই করে নিয়েছে পথেঘাটে…

    অসাধারণ শব্দ চয়নে কবিতা বাস্তবতার মূর্তপ্রতীক হয়ে ওঠেছে। 

    ভালো থাকুন সুপ্রিয় কবি দি।

    1. অনুপ্রাণিত হলাম কবি দা। নমষ্কার নিন।

  2. খুব সুন্দর। অসাধারণ ভাষার ব্যবহার আর সৃজনশীলতা। 

  3. "সবার চোখে আজ কাপড় বাঁধা –
    আজ নারী, পুরুষ নির্বিশেষে গান্ধারী।" ____ অসাধারণ একটি চরণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. যখন পড়ছিলাম প্রতিনিয়ত ঘটে যাওয়া অযুত নিযুত ঘটনার আল্টিমেট আউটকামের একটা চিত্রায়ন দেখছিলাম। যদি বলি আমাদের দেশে চলমান জুভেনাইল মুভমেন্ট এজন্যই- দশে কেউ শূন্য দিতে পারবেনা।      

    দানবেরা দাপিয়ে বেড়ায়
    আর ছুটে চলে জীবন্ত
    লাশ গুলো উলঙ্গ ভাবে,
    শহরের পথে ঘাটে পরে থাকে
    সভ্যতার ধ্বংসচিহ্ন,
    সব স্মৃতি মুছে দেয়
    চাপ চাপ রক্তের ছোপ

    দারুণ !

    1. মন্তব্যের প্রাক্ মূল্যায়ণ অসাধারণ লাগলো। অনুপ্রাণিত করলেন দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  5. সত্যই শহরগুলো আজ উলঙ্গ

    রক্তগুলো পানি ! দেহগুলো মাটি

    হারিয়ে যাচ্ছি সেই আদিতে কাচামাংস

    খাচ্ছি ! রক্তপানকরচ্ছি এটাই সভ্য——–সুন্দর দিদি

    অনেক শুভেচ্ছা নিবেন——

  6. প্রতিবাদী কবিতা । ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে 

মন্তব্য প্রধান বন্ধ আছে।