বৃষ্টি রাতের কথারা
বর্ষা আমার প্রিয় ঋতু। আজও আমি বৃষ্টি ভিজি আজও আমি বৃষ্টি দিনে হারিয়ে যাই আমার রূপকথার দিনগুলোতে। টিপটিপ বৃষ্টি সারাদিন। বৃষ্টি হয়ে যাবার পর, মন চলে যায় ছোটবেলার বৃষ্টি রাতের সময়ে। সে সব রাত, যখন টিমটিমে হ্যারিকেনের আলোর চারিপাশে, বাদল পোকারা উড়ে বেড়াত রূপকথার গল্প নিয়ে। আবার যখন জোনাকির ডানায়, বয়ে আনা আলো জানলার বাইরে একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করতো। তখন ঝিঁঝিঁর সুরে ভেসে আসত ঘুম।
বৃষ্টি হয়ে যাবার পর, মন চলে যায় বৃষ্টির রাতের দিনে। যখন অবহেলার আটপৌরে দিনগুলোতে পোষা বেড়ালের মতো ওম পোহাতাম, চাঁদের আলোয় জানলার পাশের কাঁঠাল গাছটার নীচে, নেমে আসত ‘ব্ল্যাক বিউটি’। আর আমি তার পিঠে চড়ে ঘুরে বেড়াতাম তেপান্তরের মাঠগুলোতে। তারপর একসময় কোন এক গাছের কোটরে নেমে আসতো নরম ঘুম।
বৃষ্টি হয়ে যাবার পর, মন চলে যায় বৃষ্টির রাতের দিনে।
যখন কুচি কুচি বৃষ্টি কনা নিয়ে হাওয়ারা উড়ে যেত ঢেউ ভেঙ্গে মনের আনাচে কানাচে। রাতভাসি তারারা সিরসিরে সুর নিয়ে যেতো রাতপরীদের দেশে। ব্যাঙ্গমা ব্যাঙ্গমীরা ডানায় বয়ে আনতো পরী ছানাদের। তাদের সাথে খেলতে খেলতে, পালকের ওমে নেমে আসতো আদুরে ঘুম।
অসাধারণ উপলব্ধি। নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
ভীষণ ভালো থাকুন
ভালো লাগলো।
আর বৃষ্টিদিন আমারও প্রিয়।
শুভকামনা।
শুভেচ্ছা নেবেন
*শুভেচ্ছা কবি দি।
ধন্যবাদ .. ভীষণ ভালো কাটুক দিন।
অভিনন্দন কবি রিয়া আপু।
ধন্যবাদ প্রিয় কবি দি।
ভীষণ ভালো লাগলো রিয়া দি।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
"বৃষ্টি হয়ে যাবার পর, মন চলে যায় বৃষ্টির রাতের দিনে। যখন অবহেলার আটপৌরে দিনগুলোতে পোষা বেড়ালের মতো ওম পোহাতাম, চাঁদের আলোয় জানলার পাশের কাঁঠাল গাছটার নীচে, নেমে আসত ‘ব্ল্যাক বিউটি’। আর আমি তার পিঠে চড়ে ঘুরে বেড়াতাম তেপান্তরের মাঠগুলোতে। তারপর একসময় কোন এক গাছের কোটরে নেমে আসতো নরম ঘুম।"
কী অপূর্ব কথার ব্যঞ্জনা ! !
আনন্দিত হলাম কবি দিদি ভাই।
দারুণ কবি রিয়া।
অভিনন্দন সাঈদ দা।
বৃষ্টি হয়ে যাবার পর, মন চলে যায় বৃষ্টির রাতের দিনে।
যখন কুচি কুচি বৃষ্টি কনা নিয়ে হাওয়ারা উড়ে যেত ঢেউ ভেঙ্গে মনের আনাচে কানাচে। রাতভাসি তারারা সিরসিরে সুর নিয়ে যেতো রাতপরীদের দেশে।
* অসাধারণ শব্দের গাঁথুনিতে বিমুগ্ধ প্রিয় কবি দি….
ধন্যবাদ প্রিয় কবি দা।
বাহ,বৃষ্টি নিয়ে স্মৃতি ও ভাবনার কথা শেষ অব্দি ভালো লেগেছে দিদি।
খুশি হলাম কবি লেখক দা।
ভালো লাগলো
শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
বৃষ্টি কাব্য পাঠে মুগ্ধ হলাম।
প্রিয়কবি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
শুভেচ্ছা প্রিয় কবি দা।
বাঙালীর বৃষ্টি, বাংলার বৃষ্টি, টিনের চালে বৃষ্টি এবং খিচুড়ি
বাহ্। আপনার পছন্দের সাথে আমারটাও মিলে গেলো।

লিখটা পড়ে সেই কাচা বয়সে ফিরে গিয়েছি খানিকটা সময়।
তবে বৃষ্ট হয় আমার এই শহরে সব সময়, কিন্তু ভিজতে পারিনা। মন খারাপ হয় অনেক। শুভকামনা রিয়া দি। শুভ রাত্রি।
আপনার জন্যও শুভকামনা কবি আদেল পারভেজ দা।