তারপর?

তারপর?

মাঝে মাঝে একলা সময়ে
মেঘের আড়ালে লুকোয় চাঁদ।
বেঁচে থাকার তাগিদে বুঝে নিই
হাওয়াদের এলোমেলো হাত।

তারপর?

পায়ের নিচের নোনা জল
ধুয়ে দেয় তারাখসা রঙ।
অনেকটা ক্লান্ত হয় ভোর
শ্রান্ত হয় মিঞা কি সারং।

তারপর?

সবুজ যত গাছ জল ছাঁচে
পাড় ভাঙে মনের উঠোন
আজও নির্ঘুম একলা রাত
সাথে নিয়ে বাখ, বিঠোফেন।

তারপর?

ধীর ধীরে অশান্ত হয় মন
চোখের কোলে টলটলে নদী।
অভিমানে বে-আব্রু সঙ্কোচ।
সাগর হতে পারতাম যদি!

তারপর?

কুয়াশায় ঢেকেছে আকাশ
লুকিয়ে রাখে ঘর ছাড়ার গল্প
রোদের সুরে অবিশ্বাসের রেশ
মেঘ মল্লার শুনছি অল্প অল্প।

4 thoughts on “তারপর?

  1. তারপর ভালো লাগায় ভরে ওঠে মন। সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ দিদি

  2. তারপর?
    ___ তার আর পর নেই … নেই কোন ঠিকানা।

    তারপর?
    ___ তুমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  3. তারপর ?
    সুন্দর কবিতার জন্য ধন্যবাদ কবি !

  4. তারপর———-

    অজস্র শুভেচ্ছা ও ধন্যবাদ নেবেন কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।