আত্মকথন

আত্মকথন

ছাদের কার্নিশে দুটো শালিকের খুনসুটি।
ভোরের সুর্যস্নান সেরে নিচ্ছে একটি চড়ুই।
ফুটপাথে সাজানো একটি ইটের উনোন
খুব যত্ন করে ভাত রাঁধছে একটি মেয়ে।
এই কাঠফাটা গরমে নিজেও সেদ্ধ হচ্ছে বোধহয়।
ভোট উৎসব ছড়িয়ে পড়ছে শহরময়।

দীর্ঘ বিকেল ফুরালে, লাফিয়ে পড়ে
শহুরে সান্ধ্য বিষণ্ণতা।
বাতাসে কিসের যেন ডাক।
কে যেন ডাকছে আমায়!
আমার ঘরে ফেরার কোনো তাড়া নেই,
বরং সুযোগ পেলেই কোনো শিশুর হাত ধরে
সোজা চলে যাবো কোন অচীনপুরে।
ধুলো বালি মেখে হবো একাকার।
না ঘরে ফেরা হবে না আমার।

1 thought on “আত্মকথন

  1. আত্মকথন সচরাচর অনেকেই লিখেন প্রচার শৌখিনতা অথবা একান্ত নিজস্বতায়।
    আপনার লিখন গুলো আগেও পড়েছি। কখনও আমার কাছে অন্তত রঞ্জিত মনে হয়নি।

    মনে হয়েছে শব্দ শিল্প প্রকাশের অনন্য মাধ্যম হয়ে উঠেছে প্রতিটি লিখা। শুভেচ্ছা বন্ধু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।