পরকীয়া
চলে নির্ঘুম রাত জাগা আমার
রাতের সঙ্গে যত রাগ, অনুরাগ।
রাতই আমার সকল দুঃখ জানে
মনের কোণের কালশিটে দাগ।
রাত জানে মুখ, মুখোশের খেলা
রাতই আমার লয়, অবক্ষয়
রাতের আঁধারে লুকিয়ে আজও,
আমার অপমান, নীরব পরাজয়।
রাত আমার একলা প্রেমে জাগা।
রাত জানে বেদনা, বিষাদ, আর
রাতের সাথেই আমার পরকীয়া
রাতেই ছোটে শব্দেরা দুর্বার।
“রাত জানে মুখ, মুখোশের খেলা
রাতই আমার লয়, অবক্ষয়
রাতের আঁধারে লুকিয়ে আজও,
আমার অপমান, নীরব পরাজয়।”
___ অসাধারণ একটি লিখা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
ধন্যবাদ প্রিয় বন্ধু। শুভেচ্ছা।
রাতের সাথেই আমার পরকীয়া
রাতেই ছোটে শব্দেরা দুর্বার।
ভালো বলেছেন বন্ধু
ধন্যবাদ কবি রুদ্র আমিন।
প্রতিটি রাত ৪টা পর্যন্ত জেগে থাকি। কোনও কোনওদিন ভার পর্যন্ত। রাত আমার জীবন চলার সাথী।
অভিনন্দন নিশাচর কবি দা।
রাতের সাথেই আমার পরকীয়া, রাতেই ছোটে শব্দেরা দুর্বার। সু্ন্দর লিখেছেন কবি রিয়া।
শুভেচ্ছা কবি সুমন আহমেদ দা।
একরাশ শুভমিতি দিদি ভাই।
ধন্যবাদ প্রিয় কবি দি।
শুভেচ্ছা কবি রিয়া।
ধন্যবাদ প্রিয় কবি দি।
রাতের সাথেই আমার পরকীয়া
রাতেই ছোটে শব্দেরা দুর্বার।
সুন্দর ভাবনা

শুভেচ্ছা প্রিয় কবি দা।
দারুন প্রকাশ দিদি ভাই
আপনাকেও ধন্যবাদ দিদি ভাই।
অনেকদিন পরে এই ব্লগে আসলাম। এসেই আপনার কবিতা!!!
রাতের আঁধারে লুকিয়ে আজও,
আমার অপমান, নীরব পরাজয়।
অভিমানের নিভৃত কথামালা!
ছুড়ি দিয়ে আপেল কাটুন অথবা আপেল ধরে ছুড়িতে কাটুন, সব দোষ কিন্তু ঐ ছুড়িরই।
ধন্যবাদ
অনাবিল শুভেচ্ছা প্রিয় কবি দা।
রাত্রির হাতে হাত রেখে কত প্রেম হয় কবি মনে– তারই ছিটেফোটা পড়ি কবিতায়।
শুভেচ্ছা রলো কবি।
ধন্যবাদ কবি দা।