হিম হিম সকাল

হিম হিম সকাল

অনেক দিন পরে সকাল এসেছে খুব শান্ত হয়ে, প্রাচীন বটের মতোই ছায়া পেতে দিয়ে। এই হৈমন্তিক কুয়াশা ঘেরা স্নিগ্ধ সকালে সোহাগে বেহাগে আলতোভাবে জড়িয়েছে আমায়। ঘুম মাখা আধা আধি চোখে তাকিয়েছি। হিমে ওমে মাখামাখি গালিচার মতো তুলোট সকালে, চোখে চোখ রেখে তাকিয়ে থেকেছি সোনালি ভোরের দিকে। মনে মনে বলেছি আজকে আবার ভোর মেখেছি হিমেল ছোঁয়াতে। মন তার দরজা খোলে অতি ধীরে।

এখন এই হিম হিম সকাল বেলায় অলিতে, গলিতে, মাঠে, ঘাটের আনাচে, কানাচে ঘাসেরা সব বিছিয়ে নেবে শিরশিরিয়া চাদর। মায়ের কোলে ওম নেবে পাখির ছানারা। পরিযায়ী পাখিরা ডানায় ডানায় বয়ে আনবে পশমিনা সকাল। বালির কোল থেকে পিঁপড়েরা বয়ে আনবে মিঠে সাগর। সূর্য্যের অফুরান আলো নিয়ে নিঃশ্বাসে, ঝরে পড়বে একটা একটা পাতা। আর ঠিক তখন এক ফুঁয়ে উড়িয়ে দেবো ইচ্ছে-বেলুন।

কুয়াশারা হাত ধরাধরি করে মুছে দেবে মন খারাপি নদীর সাঁকো। হীরের দানার মতন টিপটিপ করে পাতায় পাতায় ঝরে পড়বে শিশির। জানলা খুলে বুকে ভরে নেবো মাটির আতর।

7 thoughts on “হিম হিম সকাল

  1. কুয়াশারা হাত ধরাধরি করে মুছে দেবে মন খারাপি নদীর সাঁকো। হীরের দানার মতন টিপটিপ করে পাতায় পাতায় ঝরে পড়বে শিশির। জানলা খুলে বুকে ভরে নেবো মাটির আতর। 

    ভালো লাগলো কথাগুলো। শুভ কামনা রইল।

  2. 'পরিযায়ী পাখিরা ডানায় ডানায় বয়ে আসুক পশমিনা সকাল।' হিম হিম সকাল এর স্নিগ্ধতা থাকুক আমাদের সবার জীবনে। অভিনন্দন প্রিয় কবি রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. প্রিয় কবি, আপনার  লিখা  দীর্ঘ সময় নিয়ে পড়ি আমি ।
    আজো পড়লাম …..মুগ্ধতা রাখছি ।

     
    অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই  ।শুভ সন্ধ্যা
     

  4. বাহ দারুন সকাল কবি,,,,,,,,,, https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    কুয়াশারা হাত ধরাধরি করে মুছে দেবে মন খারাপি নদীর সাঁকো। হীরের দানার মতন টিপটিপ করে পাতায় পাতায় ঝরে পড়বে শিশির। জানলা খুলে বুকে ভরে নেবো মাটির আতর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।