প্রেম ও ভালবাসা

প্রেম ও ভালবাসা

অনেকেই প্রেম আর ভালোবাসা একই মাপকাঠিতে ফেলেন। বাংলা ভাষায় দুটো আলাদা আলাদা মানে আছে। কিন্তু Love এই একটিই শব্দ আমরা সাধারণত ব্যাবহার করে থাকি। কাউকে ভালোবাসলে LOVE উচ্চারণ করি, ভালো লাগলে LOVE উচ্চারণ করি আবার প্রেমের ক্ষেত্রেও ওই LOVE-ই উচ্চারণ করি। একদিক থেকে এই দুটি শব্দের অর্থ একই। অন্যদিকে এই দুটি শব্দের মাঝে রয়েছে সূক্ষ্ম পার্থক্য।

ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। এটা যেকোন ঘটনা, ব্যক্তি, প্রাণী, স্মৃতি, বিষয় ইত্যাদির ব্যাপারেও হতে পারে। বিশেষ কোন “সাবজেক্ট”-এর ব্যাপারে মানুষের বিশেষ অনুভূতির নামই ভালোবাসা। ভালোবাসা সাধারণত এক-তরফা হয়, তবে দু’তরফাও হতে পারে। যেমন ধরুন আপনি আকাশ ভালোবাসেন, কিন্তু আকাশতো আপনাকে ভালোবাসতে পারেনা, আপনি পাহাড় ভালোবাসেন, কিন্তু পাহাড়তো আর আপনাকে ভালোবাসে না।ভালোবাসার অনেক রং, রূপ. গন্ধ, বৈশিষ্ট রয়েছে। ভালবাসা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে তৈরী হয়। মায়ের সাথে ছেলের/মেয়ের ভালোবাসা, বাবার সাথে মেয়ের/ছেলের ভালোবাসা, ভাইয়ের সাথে বোনের ভালোবাসা, কোন বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা ইত্যাদি।

আবার যেমন আপনি রোনাল্ডোকে বা মারাদোনার খেলা দেখে বলতেই পারেন I just loved them এর মানে আপনি ওদের খেলা ভালোবাসেন। তাদের পার্সোনাল লাইফ নয়। এর মানে ওদের প্রেমে আপনি গদগদ নয়। কিংবা সে আপনার মন প্রাণের অধীশ্বর নয়। ওই যে ইংরেজিতে একটাই শব্দ ‘LOVE ‘ আর উপায় নেই আপনার ভালোলাগা বোঝানোর।

পৃথিবীতে ভালোবাসার কোন সংজ্ঞা নেই। ভা-লো-বা- সা এই চারটি অক্ষরের শব্দটি ইট পাথরের তৈরী কোন ভাল বাসা বা বাড়ি নয়। ভালোবাসাটা হচ্ছে মানুষের মনের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ। মানুষের প্রতি মানুষের ভালোলাগা, শ্রদ্ধাবোধ, মমতা ও টান থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি।

প্রেমটা অবশ্যই দু’পক্ষের হতে হবে। শুধু এক পক্ষ থেকে প্রেম হয়না। অনেকের দৃষ্টিতে প্রেমের গভীরতা / আবেদন ভালোবাসা থেকেও অনেক বেশি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, তবে সেটাকে প্রেম বলা যাবে না। প্রেমটা তখনই হবে যখন বিষয়টা দু’দিক থেকেই হবে। তবে অবশ্যই সেটা ভালোবাসার থেকেও অনেক গভীর হতে হবে।এটি দেখা বা ছোঁয়া যায় না অনুভব করে নিতে হয়। টিকে থাকে আস্থা ও বিশ্বাসের উপর।

প্রেম ভালোবাসার একটা রুপ। কিন্তু ভালোবাসা সতন্ত্র।প্রেমের ক্ষেত্র নিয়ন্ত্রিত ও সংকীর্ণ, আর ভালোবাসার ক্ষেত্র ব্যাপক ও সর্বজনীন।

ভালোবাসা হয় এক পক্ষ থেকে আর প্রেম হয় উভয় পক্ষ থেকে, ভালবাসার জন্য প্রেম আবশ্যক নয় কিন্তু প্রেমের জন্য ভালবাসা অপরিহার্য। দুপক্ষের সম্মতিতে প্রেম হয়, আর ভালোবাসায় অপরপক্ষের সম্মতি মুখ্য নয়। প্রেম ব্যক্তিকেন্দ্রিক, ভালোবাসা এমন কোন সিলেবাস মানেনা, ব্যক্তি-বস্তু, সবকিছুই ভালোবাসার আওতায় পড়ে।এটি দেখা বা ছোঁয়া যায় না অনুভব করে নিতে হয়।

যাই-ই হোকনা কেন প্রেম-ভালোবাসা একে অন্যের সমার্থক ও পরিপূরক, এর অসীম ক্ষমতা। করো প্রতি তীব্র আকর্ষণবোধ বা আসক্তি। হতে পারে মন ও মস্তিস্কের কোনা সাজানো কারসাজি। সব হরমোনের খেলা। আমি বলি, থাক না এই কারসাজি, থাকনা এই হরমোনের খেলা। যদি সব কিছু পেরিয়ে দুটো মন ভালো থাকে তবে থাক। ভালোবাসা থাক প্রেম থাক। সুন্দর হোক সম্পর্ক।

রিয়া চক্রবর্তী।

19 thoughts on “প্রেম ও ভালবাসা

  1. "প্রেম-ভালোবাসা একে অন্যের সমার্থক ও পরিপূরক, এর অসীম ক্ষমতা। করো প্রতি তীব্র আকর্ষণবোধ বা আসক্তি। হতে পারে মন ও মস্তিস্কের কোনা সাজানো কারসাজি। সব হরমোনের খেলা। আমি বলি, থাক না এই কারসাজি, থাকনা এই হরমোনের খেলা। যদি সব কিছু পেরিয়ে দুটো মন ভালো থাকে তবে থাক। ভালোবাসা থাক প্রেম থাক। সুন্দর হোক সম্পর্ক।"

    কবিবন্ধু এবং শব্দনীড় এর নিত্য-ক্ষণিক সহচর রিয়া রিয়া স্বনামে রিয়া চক্রবর্তী।
    পোস্ট বক্তব্যের যুক্তির সাথে পূর্ণ সহমত। সুন্দর থাক সকল সম্পর্ক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বী বন্ধু আমি রিয়া চক্রবর্তী। আপনি জানেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif খুবি সুন্দর মন্তব্য করায় শুভেচ্ছা জানুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অপুর্ব! দারুণ করে উপস্থাপন করেছেন প্রেম এবং ভালোবাসার বিবরণ। সহমত, যুক্তিযুক্ত এবং বাস্তবিক। শুভেচ্ছা!!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. সহমত ব্যক্ত করায় আনন্দিত হলাম ইলহাম দা। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  3. একে বারে দারুন লেখেছেন দিদি মাঝে মাঝে এরকমী ভাবী

    তবে প্রেমের মাঝে ধকা আছে কিন্তু ভালবাসার মাঝে সীমাহীন ভালবাসা থাকে

    অনেক শুভেচ্ছা নিবেন————-

    1. হুম। প্রেমের মাঝে ধোঁকা আছে অথবা থাকে; কিন্তু ভালবাসার মাঝে সীমাহীন ভালবাসা থাকে। শুভেচ্ছা কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. যাই-ই হোকনা কেন প্রেম-ভালোবাসা একে অন্যের সমার্থক ও পরিপূরক, এর অসীম ক্ষমতা।

    এই ক্ষমতাই তো আমাদেরকে জনম ধরে হাতের উপর হাত রেখে থাকতে সাহায্য করে।লিখাটি পড়ে প্রাণ সঞ্চারিত হল। অনেকদিন একটু রোবট হয়েছিলাম।

    1. হাহাহা সাইদুর দাদা। প্রাণভরপুর থাকুন। সমস্যাকে সমস্যা মনে করবেন না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

      1. প্রিয় কবি বন্ধু ‘রিয়া রিয়া’….. লেখায় আপনার অনুপ্রেরণা ভালো থাকার জন্য সবসময়ই বাড়তি মাত্রা যুক্ত করে। তাই সাথেই থাকুন, শব্দনীড়ে আপনার লেখনির এই অবদান অমলিন হোক।

  5. চ ম ত কা র একটি পোস্ট।। ভালোবাসা নিরন্তর কবিদি।। 

    1. আহ্বানের মূল্য রেখেছেন দেখছি কবি দা। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. দারুণ এক অভিজ্ঞতা!
    মনে হলো রিয়াদির ল্যাবটেরিতে প্রেম-ভালবাসার ব্যবচ্ছেদ দেখলাম।
    Resourceful একটি পোস্ট। 
    গবেষককে ধন্যবাদhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. মজার কথা আরণ্যক দা। রিয়া ল্যাবটেরিতে চোখ রাখার কৃতজ্ঞতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. প্রেম ও ভালোবাসা 

     

    খুব কাছাকাছি দুটি অনুভুতি

    আমরা বাবা, মা, ভাই বোন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকেই ভালোবাসি 

    আদতে ভালোবাসা সকলের তরে; 

    তবে প্রেম শুধুই প্রেমিকের তরে

    প্রেমিকের জন্য আত্মার টানই ভালোবাসা।

    তাই না?

    কি জানি আমার বুদ্ধি কম, আমি খুব ভালো বুঝি না। 

     

    তবে সুন্ধর লেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা। 

     

     

     

     

    1. আমার লেখায় জীবন দা। অবিশ্বাস্য। শুভেচ্ছা শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  8. অপূর্ব লেখা। প্রেমহীন জীবন সত্যিই কোন জীবন নয়।তবে প্রেম প্রায়শই অকারণ ,আরোপিত ও একতরফা ।তবে তাতে কিছু এসে যায় না। পরশমনির মতো প্রেম যাকে যেভাবেই স্পর্শ করুক না কেন,সুখ অথবা দুঃখের মাধ্যমে তার জীবন উত্তরিতই হয়। পতনের কোন সম্ভাবনা নেই। 

     

     

    1. বিণীত শ্রদ্ধা রাখি আপনার মন্তব্যে দিদি ভাই। অনুপ্রাণিত হলাম। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।