এই বেশ ভালো আছি

এই বেশ ভালো আছি

আজকাল আমি খুব ভালো আছি ! কবিতা আর গল্প-উপন্যাসে ডুবে কেটে যায় দিন, মাস, সময়। যেদিন খুব ভোরে ঘুম ভাঙে, চলে যাই ছাদে। পায়রারা আসে পালকে ঘুমের গন্ধ নিয়ে। ওরা খুঁটে খুঁটে খায়, ওদের জন্য ছড়িয়ে দেওয়া খাবার। আমি বসে দেখি চুপচাপ। এখন আমি অনেক বেশী গুটিয়ে রাখি নিজেকে। লুকিয়ে রাখি সবার আড়ালে, মনের হদিশ যেনো আর কেউ কখনো না পায়।

এখন ভোরবেলাগুলো অনেক আলাদা, চেহারায় না, মনে। রাতের পর রাত কেটে যায় তারা গুনে। ওই যে এক আকাশ তারা ছিলো আমার সেই ছোট থেকেই। আজও একটা একটা করে প্রিয় তারা গুনে তুলে রাখি মনের কুলুঙ্গিতে। তারপর কোথা দিয়ে বেলা গড়িয়ে আসে। ব্যস্ত হয়ে যাই নানান কাজে। মাঝে মাঝে যেদিন খুব রোদ হয়, সেদিন মনের ভেতরের বড় বড় সিন্দুকগুলো খুলি; কত কি থাকে, কত কত জন, কত কত দিন থাকে পরতে পরতে। মেলে রাখি তাদের। একটু আলো-বাতাস পাক এই অন্ধকারের স্বপ্নগুলো!

12 thoughts on “এই বেশ ভালো আছি

  1. এভাবেই আমাদের স্বপ্ন-সকল জেগে থাক আদিনমান। ভালো থাকুন সর্বক্ষণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় বন্ধু। আশীর্বাদ প্রার্থী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মাঝে মাঝে যেদিন খুব রোদ হয়, সেদিন মনের ভেতরের বড় বড় সিন্দুকগুলো খুলি; কত কি থাকে, কত কত জন, কত কত দিন থাকে পরতে পরতে। মেলে রাখি তাদের। একটু আলো-বাতাস পাক এই অন্ধকারের স্বপ্নগুলো!

     

    * সুপ্রিয় কবি দি, আপনার উপস্থাপনার ঢঙ্ই স্বতন্ত্র। বিমোহিত না হয়ে পারিনা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

     

  3. লুকিয়ে রাখি সবার আড়ালে, মনের হদিশ যেনো আর কেউ কখনো না পায়https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।