তোমার হাতে আমায় দিলাম
যতন করে রেখো।
কখনো কোথাও হারিয়ে গেলে,
একটু খুঁজে দেখো,
সন্ধ্যে রাতে খুঁজে না পাও
মিঠে ভোরে খুঁজো,
সেথায় যদি মেঘে হারাই
হাওয়ার পথে খুঁজো,
তোমার হাতেই আমায় দিলাম
আদর করে রেখো।
চাঁদনী রাতে একলা পথে
আমায় সাথে রেখো।
পাখির বাসায় ঘুমের কণায়
ওম চাদরে মেখো,
তোমার হাতে আমায় দিলাম
স্বপন করে রেখো।
আবীর রঙের আঁকার খেলায়
আমার ছবি এঁকো।
পেঁজা মেঘের স্নিগ্ধ আলোয়
শিউলি কুঁড়িও রেখো।
চলতে চলতে পথের বাঁকে
একটুখানি থেমো।
তোমার হাতেই আমায় দিলাম
তোমার করে রেখো।
চিকন গাছের পাতার ফাঁকে
হিমেল হয়ে নেমে,
পলাশ রঙে আগুন ফুলে
হালকা সবুজ মেখে,
তোমার মনের চিলতে কোণায়
একটু যায়গা রেখো,
তোমার হাতেই আমায় দিলাম
আপন করে রেখো।
খুব মিষ্টি এক কবিতা। মন ভালো করে দেওয়ার যথেষ্ট। আসলে কবিতা হোক আর গল্প হোক মনের মধ্যে আলোড়ন তুলাই আসল। সেখানেই সার্থকতা। মুগ্ধতা
একেবারে খাঁটি বলেছেন দাদা। মন আনন্দিত হলো। ধন্যবাদ আপনাকে।
আবার স্বীকার করে নেই, পনের আগষ্টে প্রকাশিত আপনার “স্বাধীনতা” কবিতাটা ভীষণ আধুনিক ছিল; বিষয়বস্তু, শব্দ চয়ন, গাঁথুনি সব মিলিয়েই। আধুনিক কবিতায় খুব প্রসাঙ্গিক না হলে একটা পুরনো শব্দ ব্যাবহারের পক্ষেও আমি নই। আমি তাই “স্বাধীনতা” কবিতাটার খুব পক্ষে।
আপনার এই কবিতাটার আবেদন মন ছুঁয়ে যায়। এই আবেদনের বহুমুখিতায় আমি মুগ্ধ। ছোট ছোট চিত্রকল্পের অসাধারণ সম্মিলন এই কবিতা।
আপনি আসলেই জিনিয়াস। আপনার কথায় কে মুগ্ধ হয় না; জানতে ইচ্ছে করে। অশেষ কৃতজ্ঞতা মিড দা। হ্যাপী ফ্রাইডে।
ভালোবাসার অসাধারণ একটি কবিতা । কবিতা আমি না বুঝলেও এতটুকু বুঝি ছন্দের বৈচিত্র আনার জন্য শব্দের ব্যবহার ছিল অন্যরকম । ভালো থাকবেন ।
আন্তরিক ধন্যবাদ জানবেন
সেথায় যদি মেঘে হারাই
হাওয়ার পথে খুঁজো,
তোমার হাতেই আমায় দিলাম
আদর করে রেখো।
* প্রেমের গভীরতা প্রকাশের আর কোন কোমলভাব হতে পারে কিনা আমার জানা নেই।
দিদি অসামান্য… ( অফ লাইন থেকে এই কবিতার টানেই এসেছি, আজ আর নয়, গুডবাই।)
শুভরাত্রি।
ভালো থাকবেন …ভীষণ ভালো লাগানো আমার কবিতার টানে আপনি এসেছেন জেনে।
তোমার হাতেই আমায় দিলাম

আপন করে রেখো।
ভালোলাগা রেখে গেলাম
ধন্যবাদ কবি প্রিয় জীবন বাবু।
বেশ অনুপ্রানিত হইলাম দিদি
অনেক শুভেচ্ছা নিবেন——–
শুকরিয়া কবিবাবু।
এক কথায় অসাধারণ!
ভালো থাকবেন প্রিয় কবি দি
সবই সাধারণ দাদা ভাই।
ধন্যবাদ।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা এবং ভালবাসা প্রিয় বন্ধু।
তোমার হাতেই আমায় দিলাম
আপন করে রেখো। বাহ ! দারুণ, একেবারে নিজেকেই সঁপে দেয়া
হুম কবি দা। ধন্যবাদ আপনাকে।
তোমার হাতে আমায় দিলাম
যতন করে রেখো।
বাহ দারুন!

আমায় তুমি দিও শুধু একটু সময় ঋণ
তোমায় আমি দেব তাই ভালবাসার দিন।
ফুরাবে না এই জনমে রেখ যতন করে
যত্নে ভরা সোহাগ মেখে সোনার খাঁচায় ভরে।