আমি তুমি

তোমার হাতেই আমায় দিলাম
যতন করে রেখো।
কোথাও যদি হারিয়ে ফেলো,
একটু খুঁজে দেখো,
তোমার হাতেই আমায় দিলাম
তোমার করে রেখো।

সাত সুরেতে আমার সাথে
সোহাগ পরাগ মেখো,
মনের ঘরে বুকের কোণে
ওম চাদরে ঢেকো,
তোমার হাতেই আমায় দিলাম
আদর করে রেখো।

পালক মেঘে নীলচে আলোয়
ফাগুন তুমি ডেকো,
উড়ো পাতার গুঁড়ো ঘ্রাণের
আতর তুমি মেখো,
তোমার হাতেই আমায় দিলাম
আপন করে রেখো।

চিকন গাছের পাতার ফাঁকে
আমায় তুমি দেখো,
আলতো মনের চিলতে কোণায়
একটু জায়গা রেখো,
তোমার হাতেই আমায় দিলাম
আমার হয়েই থেকো।

14 thoughts on “আমি তুমি

  1. সাত সুরেতে আমার সাথে
    সোহাগ পরাগ মেখো,
    মনের ঘরে বুকের কোণে
    ওম চাদরে ঢেকো,
    তোমার হাতেই আমায় দিলাম
    আদর করে রেখো।  ___ অসাধারণ সুরেলা একটি পদ্য কবিতা।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চমৎকার। সুন্দর ছন্দময় একটা কবিতা পড়লাম। ভালো লাগছে দিদি

  3. আমায় তুমি দিও শুধু একটু সময় ঋণ
    তোমায় আমি দেব তাই ভালবাসার দিন।
    ফুরাবে না এই জনমে রেখ যতন করে
    যত্নে ভরা সোহাগ মেখে সোনার খাঁচায় ভরে।।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. মিষ্টি একটি কবিতা।

    "চিকন গাছের পাতার ফাঁকে
    আমায় তুমি দেখো,
    আলতো মনের চিলতে কোণায়
    একটু জায়গা রেখো",—– দারুণ ছন্দে লিখেছেন।

  5. তোমার হাতেই আমায় দিলাম
    আমার হয়েই থেকো।

     

    * 5 Star for this poem… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

     

  6. সবকিছুই তাঁর হাতে সপে দিয়েছি দিদি। বর্তমানে সে ছাড়া নিজের জীবনটাই মিছে মনে হয়। সব জয়-ই মনে হয় পরাজয় । সব স্বার্থকতা যেন ব্যর্থতা মনে হয়।

    আপনার কবিতা পড়ে ওর প্রতি আরও একধাপ সোহাগ বেড়ে গেলো শ্রদ্ধেয় রিয়া দিদি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।