আমি


আমি

মাঝেমাঝে চুপ করে বসে থাকি আমি আমার পাশে। আমার আমিকে খুঁজে পাওয়ার চেষ্টায় ব্যস্ত রুদ্ধ শ্বাসে; আয়নার দিকে তাকিয়ে থাকি, জুড়ে নিই টুকরো হৃদয়। খুঁজে পাই ব্যর্থ ইতিহাসের পাতায় এক নতুন পরিচয়।

ব্যস্ত দিনের শেষে যখন চাঁদ নেমে আসে, ডুবে যায় মন তখন গল্প উপন্যাসে; তারাগুলো মিটিমিটি তাকিয়ে দেখে আমায়। পার করি সময় ওদের ভালবাসার অভ্যাসে।

বই থেকে চোখ খুলে দেখি চারিদিকে আবছা আলো। কল্পনায় সব-ই রঙিন কিন্তু বাস্তবে সব সাদাকালো। সব আশা, নিরাশাদের ঘুম পাড়িয়ে জেগে উঠি যখন, খুঁজে পাই আমাকে, পুরনো আমি, যেমন আছি এখন।

28 thoughts on “আমি

  1. 'কল্পনায় সব-ই রঙিন কিন্তু বাস্তবে সব সাদাকালো। সব আশা, নিরাশাদের ঘুম পাড়িয়ে জেগে উঠি যখন, খুঁজে পাই আমাকে, পুরনো আমি, যেমন আছি এখন।' অসাধারণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ প্রিয় বন্ধু। আসলেই পুরনো আমি, যেমন আছি এখন। :)

  2.  

    বাহ ! খুব সুন্দর লেখা দিদিভাই। 
    কিছুটা সময় নিজের জন্য, নিজেকে দেয়ার জন্য বড্ড দরকার। এপাশ-ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখে নিতে ভালো লাগে। 

    শ্রীকান্ত আচার্যের একটা গানের কথা মনে পড়ে গেল- 
    আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই।। কালো কালোয় মন্দ ভালোয় একলা হতে চাই।।  

    শুভেচ্ছান্তে 

    1. আপনার মন্তব্যে আনন্দিত মুগ্ধ হলাম কবি জাহিদ দা। :)

  3. নিজের মাঝে নিজেকে খুঁজে যেজন ,

    মহান সৃষ্টিকর্তাকে খুঁজে পায় সেজন ।

  4. ব্যস্ত দিনের শেষে যখন চাঁদ নেমে আসে, ডুবে যায় মন তখন গল্প উপন্যাসে; তারাগুলো মিটিমিটি তাকিয়ে দেখে আমায়। পার করি সময় ওদের ভালবাসার অভ্যাসে।

     

    * বিমুগ্ধ, প্রিয় কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. — কল্পনায় সব-ই রঙিন কিন্তু বাস্তবে সব সাদাকালো। সব আশা, নিরাশাদের ঘুম পাড়িয়ে জেগে উঠি যখন, খুঁজে পাই আমাকে, পুরনো আমি, যেমন আছি এখন।

    /সত্যিই দিদিভাই সব নিরাশাদের ঘুমপাড়িয়ে রাখলেই কেবল খুজে পাওয়া যায় আমার আমিকে! জটিল সমাধান।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. পুরনো নিজেকে খুঁজে পেয়েছেন জেনে খুব ভালো লাগলো।

  7. এটা ভালো বলছো  একটু নিজের পাশে চুপ করে বসে থাকা । আমার আমিই তো সবচাইতে একান্ত জন । এক কোরিয়ান মেয়ে নিজেকে নিজে বিয়ে করেছে -কারণ সে বুঝতে পেরেছিলো সে নিজেই তার সবচাইতে বেশী আপন । 

    ভালো থেকো রিয়া । শুভকামনা রইলো । 

  8. আমার আমিকে নিয়ে দারুণ বিশ্লেষণ।  শুভেচ্ছা দিদিভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।