অবশেষ
রক্তের শেষ দাগটুকু ধুয়ে দিয়েছি।
প্রতীক্ষা নতুন রক্তপাতের।
শেষ স্বপ্নের চিহ্নও মুছে ফেলেছি।
অপেক্ষা নতুন আঘাতের।
একলা চলো হাত, একলা চলো মন
আছে ধুসর, বিষণ্ণ সাম্পান।
ভুলবো যত অতীত নিশিযাপন
ভাসিয়ে দিলাম দুঃখ অভিমান।
অবশেষ
রক্তের শেষ দাগটুকু ধুয়ে দিয়েছি।
প্রতীক্ষা নতুন রক্তপাতের।
শেষ স্বপ্নের চিহ্নও মুছে ফেলেছি।
অপেক্ষা নতুন আঘাতের।
একলা চলো হাত, একলা চলো মন
আছে ধুসর, বিষণ্ণ সাম্পান।
ভুলবো যত অতীত নিশিযাপন
ভাসিয়ে দিলাম দুঃখ অভিমান।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
৩০৩ তম পোস্টে শব্দনীড় এর অভিনন্দন প্রিয় কবি বন্ধু রিয়া রিয়া।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু।
ওয়াও। অভিনন্দন অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ সাজিয়া দি।
সুন্দর কবিতা।
ধন্যবাদ শাকিলা দি।
অভিনন্দন জানানোর ভাষা নেই। তারপরও অভিনন্দন রিয়া দি।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
জীবন পথে হঠাত দেখা
গান গেয়েছে বুলবুলি
মনোদ্যানে হাওায়ায় নরে
হেসে উঠেছে ফুল্গুলি……
শুভেচ্ছা জানবেন!
আপনাকেও শুভেচ্ছা কবি সেতুবন্ধন দা।
ধন্যবাদ।
Nice.
Thanks.
ভুলবো যত অতীত নিশিযাপন
ভাসিয়ে দিলাম দুঃখ অভিমান।
* এক অনন্য সাধারণ কবিতার জন্য অনেক অনেক শুভ কামনা…
ধন্যবাদ প্রিয় কবি দা।
চমৎকার প্রকাশ কবি বন্ধু।
ধন্যবাদ প্রিয় রানু দি।