মুঠি নামা
এক মুঠিতে স্বপ্ন ছিলো, আরেক মুঠি ভয়।
স্বপ্ন মুঠি ধুয়েই গেছে, কি জানি কি হয়!
দিন দুপুরে মন পুকুরে, বিষণ্নতার রেশ।
স্বপ্নমাখা বিকেল বুঝি বিসর্জনেই শেষ!
ডুব দিয়েছি নদীর ঘাটে, কালচে গভীর জল।
কালচে জলের মুখোশজুড়ে অভিনয়ের ছল।
এক মুঠিতে বাতাস আমার, আরেক মুঠি জল।
জলের তবু নদী আছে, নদীর আছে তল।
অনেক ডাকি, সব ভুলে মন একটু কথা বল।
কথার তবু ছন্দ আছে, ছন্দে ভাসি চল।
চোখ ছলছল, আর্শি নগর, ভিজলো সাঁঝের পর।
মন নিকানো, ঘাস বিছানো, আলতা রঙা ঘর।
নে চিনে মন, আরেকটু রঙ, বেলাশেষের দিনে!
আলো ঝলমল, রং টলমল, আকাশ কুসুম চিনে।
মনরে তবু তুই তো আছিস, আর সম্বল গান।
হাতের তবু মুঠি আছে, মুঠির আছে মান।
এক মুঠিতে শ্রাবণ আমার, অন্য মুঠি রোষ।
শ্রাবণ মেঘে প্লাবন আনে, অনেক কথার দোষ।
দোষ করেছিস রোষ পেয়েছিস, চুপটি করে বোস।
রোষ হয়েছে, বেশ হয়েছে, পদ্ম পাতায় জল।
কোন কথাতে, কোন ব্যাথাতে মন হল ছলছল?
অভিমানের মন কেমনে, চোখ টলটল মানি!
দিনজুড়োবে, মন পুড়োবে, ফিনিক্স হব জানি !
নদীর তবু জোয়ার আসে, জোয়ার ভাটায় ক্ষণ ।
পলাশ বনে, আগুন রঙে, পুড়ুক না হয় মন।
কান ফুসফুস, মন চুপচুপ, কি জানি কি হয়,
বিসর্জনের ঢাকের বোলে, সব হারানোর ভয়!
আর আছে এক বন্ধ মুঠি, খোঁজ পায়নি কেউ।
বুক কাঁপেনি? একটুও না; মন কেঁপেছে?কই?
অনেক হল, এবার নাহয় চুপটি করে রই।
অসাধারণ হয়েছে লিখাটি প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
অনুপ্রাণিত হলাম প্রিয় বন্ধু। ভাল থাকুন।
মুঠের স্বপ্ন উঠে আসুক দূর হয়ে যাক ভয়,
ধুয়ে যাওয়া স্বপ্ন মুঠি এসেই করুক জয়
মন পুকুরের বিষণ্ণতা মুছে দিলেই পারে
স্বপ্নমাখা বিকেলের ঝড় বাস্তব হয়ে দ্বারে!
নদীর ঘাটের গভীর জলে ঢেউয়ে টলমল
অভিনয়ের হাতছানিতে চোখে ছল ছল!
চুপটি করে মনের আকাশ এতো কেন নীরব
অনুরাগের পুষ্প হয়ে ছড়াতে পারে সৌরভ
সাঁঝের পরে আর্শি নগর, নয়নে কেন জল
দিন দুপুরে জল দিঘিতে ঢেউয়ে টলমল
শাওন মেঘে সুখের হাওয়া বয়ে চলে মনে
সুখ পাখিটা হাতে নিতে চাই যে এইক্ষণে ……
ভাবনায় ছন্দের ঢেউ
ধুন্যবাদ আপনাকে
বাহ্ সেতুবন্ধন দা। দারুণ সংযোজন। খুশি হয়েছি।
এক মুঠিতে বাতাস আমার, আরেক মুঠি জল।
জলের তবু নদী আছে, নদীর আছে তল।
* এক অসাধারণ ছন্দের ঢেউ খেলে গেলো। ভালো থাকুন নিরন্তর…
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি দা।
জাষ্ট অসাধারণ প্রিয় কবি রিয়া দি ' ভাই। আমি যেন কিছুক্ষণ ছন্দের কবিতার নদীতে ভাসছিলাম । শুভ কামনা।
আনন্দিত হলাম প্রিয় রানু দি। ভালবাসা নিন।
অসাধারণ! আপনার লেখায় যাদু আছে রিয়া দিদি। ছন্দে ছন্দে পুরো ব্লগই মেতে ওঠবে আনন্দে। আমিও আনন্দিত । শুভকামনা সারাক্ষণ।
ধন্যবাদ নিতাই দা।

যেকোন কবিতায় আমার বিশেষ আপত্তি হলো তৎসম শব্দ কিংবা একটা পুরানো শব্দেরও ব্যবহার। খেয়াল করেছি, আপনার কবিতাগুলি সবসময়ই এসব মুক্ত। এজন্য আগ্রহ নিয়ে পড়ি; এটাও পড়লাম। নিপুণ পদবিন্যাস এবং ভাবের স্বতঃস্ফূর্ত প্রকাশ আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তাই দ্বিতীয়বার পড়ার লোভ সামলাতে পারিনি।
“বুক কাঁপেনি? একটুও না; মন কেঁপেছে?কই?
অনেক হল, এবার নাহয় চুপটি করে রই”।
ভীষণ মুগ্ধ হয়েছি!
আপনার মন্তব্য বরাবরই অসাধারণ হয় মিড দা। আজও হলাম। ঝমেলা শেষ করে ব্লগে নিয়মিত হোন। আপনার লেখা পড়তে চাই বেশী বেশী। কৃতজ্ঞতা।