বন্ধন
ঘরে ফেরা পাখিদের মতোই রোজ সন্ধ্যেবেলা ফিরে আসে সব দুঃখগুলো। এই নিয়ম তাদের আজানা নয়। তবুও একদিন একটা দুঃখ সময়মতো ফেরেনি, দুশ্চিন্তা আঁধার থেকে দু’কদম হেঁটে এগিয়ে গেলো। রাত গভীর হলো। প্রায় ভোরের দিকে সে ফিরে এলো। পথ হারিয়ে ফেলেছিল। তখন থেকেই তাদের একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি। দড়ির আর এক প্রান্ত আমার সাথে বাঁধা। যেখানেই যাই আমি, এরা ঠিক বুঝে নেয় অবস্থান। সন্ধ্যেবেলায় দড়িতে টান দিলেই, একে একে চলে আসে আমার কাছে।
আমিই আমার দুঃখগুলির রাখাল।
আমিই আমার দুঃখগুলির রাখাল। জীবনের এই মেল বন্ধন থাকুক অটুট বন্ধু।
অপার ধন্যবাদ প্রিয় বন্ধু।
থাকুক না এই বন্ধন কবি রিয়া।
না চাইলেও ওরা থাকবে কবি তুবা দি।
মুগ্ধ হলাম কবি রিয়া। ছোট অথচ কতই না বড় এই জীবনের ব্যাপ্তী।
ঠিক বলেছেন কবি সুমন আহমেদ। ছোট অথচ কতই না বড় আমাদের এক জীবনের ব্যাপ্তী।
এই বন্ধন চিরদিন অটুট থাকুক! ভালো থাকবেন শ্রদ্ধেয় রিয়া দিদি।
শ্রদ্ধা ধন্যবাদ কবি নিতাই বাবু দা।
ঝরঝরে বর্ণনা। ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
শুভেচ্ছা প্রিয় অর্ক দা।
সুখেরা হাত ছেড়ে দেয়, কিন্তু দুঃখগুলো হাত ছেড়ে যায় না কখনো। তবে গুরুজনেরা বলেন দুঃখকে লালন করা বিলাসীতারই নামান্তর। দুঃখ জয় করার মাঝেই সফলতা নিহিত। আমি বলবো তোমার সন্ধ্যাবেলার দুঃখগুলোকে মুক্তি দাও, সুখের রাখাল হও।
চমৎকার অনুভূতি প্রকাশ করেছো দিদিভাই।
শুভেচ্ছা প্রিয় কবি দিদি ভাই।
সবাই শুধু ভোরের আশায় থাকে
মধ্যদুপুর কিংবা রঙধনু বিকাল
শুধু গুমরে উঠে মরে – এটাই এক
বন্ধনের সূচপাত কবি দিদি——–
অনেক শুভ কামনা রইল
আপনার জন্যও শুভ কামনা কবিবাবু।
আমিই আমার দুঃখগুলির রাখাল । অপূর্ব অনুভূতি।এ বন্ধন চির অটুট থাকুক আমাদের মাঝে দুঃখের বারতা হয়েই। আমিও অসম্ভব দুঃখ বিলাসী দিদি ভাই। সুখের হাত কখনই ধরতে চাইনা।
দুঃখের বন্ধন ,সুন্দর প্রকাশ করেছেন প্রিয় কবি।
আপনার মন্তব্য খুব সুন্দর হয়েছে কবি রানু দি।
What is the colour of your sorrows?
এখনও বুঝি জানা হয়নি আমার প্রিয় কবি দা।
দুশ্চিন্তা আঁধার থেকে দু’কদম হেঁটে এগিয়ে গেলো। রাত গভীর হলো। প্রায় ভোরের দিকে সে ফিরে এলো। পথ হারিয়ে ফেলেছিল'।
সত্যি হলো তাই । দুশ্চিন্তাগুলো আমাদের ফেলে চলে গেলেও ফিরে ফিরে আসে । শান্তি দেয় না । ভালো লিখেছো রিয়া ।
শুভকামনা তোমার জন্য ।
ফেলে চলে গেলেও ফিরে ফিরে আসে। ঠিক তাই কবি।
"দুঃখের রাখাল" — দারুণ কিছু শুনলাম। দারুণ কাব্যসুখ পেলাম।
শুভেচ্ছা প্রিয় মিড দা।
আমিই আমার দু:খগুলির রাখাল । অসম্ভব সুন্দর কথা।
ধন্যবাদ ফারুক ওমর দা।
শুধু কবিতায় থাক দূখের বাস, তবে জীবনটা হোক সুখের শ্বাস।
ধন্যবাদ কবি দা।