আঘাত পেলে হৃৎপিণ্ডের কিছুফোঁটা
রক্তের ধার দেয় দু’ চোখকে
রক্তের রাসায়নিক প্রক্রিয়ায় জল
গড়িয়ে পরে হিমালয় থেকে সাগরে।
**
সকালবেলায় খবরের কাগজেই
অফিসের মাছের ঝোল ভাত
পাড়ার জঞ্জাল সাফাইয়ে কুকুরের লাশ
জীবন এখন দুটাকায় বিক্রি হয়।
**
সহজ সরল গ্রামেও এখন
আণবিক বোমার আতুর ঘর
সভ্যতার রকেট মঙ্গল গ্রহে
আমলাশোল এখনো ধুঁকছে।
**
ঘুমপাড়ানির গানে জেলের নিরাপত্তা
রাস্তায় বাসন ধুতে ব্যাস্ত শিশুদিবস
নতুন নতুন শিল্প শিলান্যাসে
মুখ থুবড়ে পড়ছে জয় পতাকা।
বাহ বেশ লেগেছে। পড়ার সময় নিজের কথাই মনে হয়েছে।
ভাল লাগা সবসময়।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর লেখনী। কবিতা পাঠে বিমুগ্ধ হলাম।
অসাধারণ কাব্যিকতায় কবিতাটি চিত্রায়িত হয়েছে।
প্রিয়কবি বোনকে ধন্যবাদ জানাই।
জয়গুরু!
শুভেচ্ছা প্রিয় কবি দা।
দু ফোটা অশ্রু বড়ই মুলবান।আর এর রসায়ন
ও..কত জটিল কে জানে।অনু লিখন সুন্দর হয়েছে
ধন্যবাদ দিদি ভাই।
অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম।
শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয়কবি।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
"সকালবেলায় খবরের কাগজেই
অফিসের মাছের ঝোল ভাত
পাড়ার জঞ্জাল সাফাইয়ে কুকুরের লাশ
জীবন এখন দুটাকায় বিক্রি হয়।"
এর চেয়ে বড় সত্য আর কি এখন। মুগ্ধ হলাম ভাই ।
সুন্দর বলে কবি দিদি ভাই। ধন্যবাদ।
"জীবন এখন দুই টাকায় বিক্রি হয়।" সত্যি কবি দিদি, আমাদের চারপাশে এখন এমনই ঘটছে, হচ্ছেও।
মতামতে ধন্যবাদ কবি নিতাই দা।
কবিতার স্বরূপ পড়লাম কবি রিয়া চক্রর্ব্তী। অভিনন্দন।
শুভেচ্ছা প্রিয় কবি সুমন দা।
নতুন নতুন শিল্প শিলান্যাসে মুখ থুবড়ে পড়ছে জয় পতাকা। সমবেদনা কবি রিয়া রিয়া।
শুভেচ্ছা প্রিয় বন্ধু।
ইদানীং সবাই প্রতিবাদী জীবনমুখী কবিতা লিখা শুরু করেছে দেখছি।
স্যালুট রিয়া দেবী





ধন্যবাদ আপনাকে দাদা।
অভিনন্দন কবি রিয়া আপু।
শুভেচ্ছা প্রিয় কবি দি সাজিয়া আফরিন।
ভালো লিখেছেন।
ধন্যবাদ আবু সাঈদ দা।
অভিনন্দন কবি রিয়া।
শুভেচ্ছা প্রিয় কবি দি।
সুন্দর করে বাঁচতে হলে পালাতে হবে এদেশ ছেড়ে।
ভাল বলেছেন দাদা।
ঘুমপাড়ানির গানে জেলের নিরাপত্তা
রাস্তায় বাসন ধুতে ব্যাস্ত শিশুদিবস
নতুন নতুন শিল্প শিলান্যাসে
মুখ থুবড়ে পড়ছে জয় পতাকা।
সত্যি অসাধারণ লেখা। সমসাময়ীক।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি দা।