একলা যাপন

এই সময়টা আমার জন্য নয়
এখনও আসেনি সেই আকাঙ্খিত সময়
তাই আজও হারিয়ে যাইনি বেয়াড়া স্রোতে।
সত্যিই হারাইনি!

হারাতে চেয়েছিলাম একবিন্দু আলোর মাঝে,
হারাতে চেয়েছিলাম বিশাল সমুদ্রে
এককণা ধবধবে সাদা নুড়ি হয়ে।
সত্যিই হারাতে চেয়েছিলাম!

ভালবাসতে চেয়েছিলাম গভীরভাবে,
চেয়েছিলাম উজ্জ্বলতম নক্ষত্রের মতো
শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের উপাখ্যান হতে।
চেয়েছিলাম,
সত্যিই চেয়েছিলাম!

তাই আজও একাই হেঁটে যাই
আঁধার থেকে অন্ধকারে।
.
____________
রিয়া রিয়া চক্রবর্তী।

18 thoughts on “একলা যাপন

  1. হারাতে চেয়েছিলাম একবিন্দু আলোর মাঝে,
    হারাতে চেয়েছিলাম বিশাল সমুদ্রে
    এককণা ধবধবে সাদা নুড়ি হয়ে।
    সত্যিই হারাতে চেয়েছিলাম!

    হারালে চলবে না কবিবন্ধু রিয়া চক্রবর্তী। আছেন এবং থাকবেন পাশে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. হারাবো না। পাশে আছি বন্ধু। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কথা বা শব্দের ঘোরপ্যাঁচ নেই। সুন্দর সাবলীল একটি কবিতা। অভিনন্দন। :)

  3. হারালে হবেনা আঁধারের ওপারেই আলো আছে তাই সম্মুখপানে যেতে হবে

  4. এখন চলছে অন্ধকারের জয়জয়কার। অন্ধকার আজ তুঙ্গে, তাই আমি জানি ঝলমলে সকাল খুবই কাছে। তখন সব শুভ ইচ্ছাই পূর্ণতা পাবে। দেখে নিয়েন রিয়া দেবী https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. বস্তুত জীবনটাই আধার রাতে চাঁদের গল্প শোনা….আশা করি সেখানেও সবাইকে পাশে পাবেন..

  6. হারাতে চাইলেই কি হারানো যায়!!! 

    জীবনটা অনেক নির্মম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।