ফিরে চাওয়া

আর কোনও দিন আসবে না
তোমার কাছে এই প্রণয়প্রার্থী হাত।
জানু পেতে থাকবো না কোনও
ছায়াদীঘল চোখে, তোমার অপেক্ষায়।

রাতের নিঃসঙ্গ লাইটপোস্টের কাছে
আর তোমার কথা বলবো না। যেসব,
গোপন অনুভবের ইতিবৃত্ত আঁকা হয়েছিল
কথামালায়, ছায়াহত আজ সব।

তোমার বিরহ শোকে মুহ্যমান তারা।
বিসর্জনের সময়ে, অকালবোধনে,
যে-আত্মহত্যার চিরকুট লেখা হয়েছিল
বিফল মৃত্যুর আগে- বালিশের তলায় রেখে
প্রতিদিন দিব্যি বেঁচে থাকি।

20 thoughts on “ফিরে চাওয়া

  1. আর কোনও দিন আসবে না … ছায়াদীঘল চোখে, তোমার অপেক্ষায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. রাতের নিঃসঙ্গ লাইটপোস্টের কাছে
    আর তোমার কথা বলবো না। যেসব,
    গোপন অনুভবের ইতিবৃত্ত আঁকা হয়েছিল
    কথামালায়, ছায়াহত আজ সব।

    সবই বৃথ! আশাহত আমি।   

    1. এভাবেই জীবনের পরিক্রমা প্রিয় কবি দা। শুভেচ্ছা নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. গোপন অনুভবের ইতিবৃত্ত আঁকা হয়েছিল

    কথামালায়, ছায়াহত আজ সব।

    চমৎকার ভাবনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. দুঃখকে প্রকাশ করে গেলে দুঃখ হালকা হয়ে যায় কবি রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. কবিতায় এইভাবে নিজেকে ফিরে চাওয়ার বাঙময় ভংগিমাটা দারুণ ভালো লেগেছে। কবিতায় 'এক রাত্রি' সমান ভালোলাগা দি'ভাই 

মন্তব্য প্রধান বন্ধ আছে।