ত্রিনয়নী

ত্রিনয়নে আগুন রাখে, দুচোখেতে জল।
জলের তবু নদী আছে, নদীর আছে তল।
অভিমানী শরত রানী, শিউলি ঝরা গান।
গানের তবু ছন্দ আছে, ছন্দের আছে মান।

মন উঠোনে উথালপাথাল, আগমনী দিনে।
দুর্গা রানী, শিব ঘরনী, অসুর নেবে চিনে।
খুশির দেখো জোয়ার আসে, পানসি ভাসাক মন।
কাশের বনে, মাঠের পারে চালতা রঙা বন।

রূপকথাতে চুপকথাতে, মন জুড়োবে কই।
বিসর্জনের সময় বুঝি এগিয়ে এলো ওই।
কান ফুসফুস মন চুপচুপ, কি জানি কি হয়,
ঢাকের কাঠি উঠলো বোলে, দুর্গা মায়ের জয়।

___
বাংলাদেশের দৈনিক ভোরের কাগজ এ আজ প্রকাশিত। কবিতা : ত্রিনয়নী

18 thoughts on “ত্রিনয়নী

  1. জয় মা অসুর সংহারিণী দূর্গতিনাশিনী দুর্গা। 
    ছন্দময় কবিতা পাঠে মুগ্ধ হলাম।
    জয়গুরু!

  2. শারদীয় পদাবলী। আজ মহা ষষ্ঠী। ঢাকের কাঠি উঠলো বোলে, দুর্গা মায়ের জয়। :yes:

  3. দেবীদুর্গা হলেন সর্বজনীন

    মাতৃরূপে সংস্থিতা,

    ত্রিনয়নী দেবী দুর্গা

    শক্তিরূপেণ ভবপ্রীতা

    যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা ।

    নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ।।

  4. দেবীর আগমনে অসুর  নিপাত যাক 

    শারদীয় শুভেচ্ছা রইলো দিদি

    কবিতা দারুণ হয়েছে https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

     

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।