কেশবের বাঁশি ডাকে যমুনার তীরে..
রাই কিশোরী, জলকে চলে
প্রেমিক শ্যাম, মন মাতালে
মেঘের রঙ, আবীর ফাগ
ব্যাকুল রাধা, অলক্ত রাগ
লজ্জাবতী হাসি যেন কাঁচকাটা হীরে…
রঙে রঙে বনে বনে এসেছে ফাগুন …
কিশোরী রাই, চমকি উঠি
ব্রজ রাখাল, আসছে ছুটি,
দামাল ছেলে, নন্দের দুলাল
পিচকারিতে, নিয়ে গুলাল
আকাশে বাতাসে আজ প্রেমের আগুন…
রাধা রাগে দেখো আজ সাজে শ্যামরায়…
হৃদয় চিরে, মন ঘিরে
প্রেম রঙ, ব্রজ নীড়ে
মন উদাস, আবীর দিন
শ্যামরায়, রাই বিহীন
চমকিতে সচকিতে প্রেমের গভীরে…
পূর্বরাগে রেঙে ওঠে বসন্ত বাহার
ঠুমরি, গজল, নুপুর কিঙ্কিনি
শ্যামের রাই, চলে রিনিঝিনি
অলস দুপুর, দিচ্ছে ডাক
গানেই জীবন, বেঁচে থাক
ফাগেই রবীন্দ্রনাথ, গজলে আখতার।
______________
#হোলি_স্পেশাল
পূর্বরাগে রেঙে ওঠে বসন্ত বাহার
ঠুমরি, গজল, নুপুর কিঙ্কিনি
শ্যামের রাই, চলে রিনিঝিনি
ফাগেই রবীন্দ্রনাথ, গজলে আখতার।
সুশোভন,শ্রুতিমধুর লেখা ।
খুবই সুন্দর।
শুভকামনা দিদি
গানের সুর ধরলাম গুনগুন
বাঁশি বাজে শুনশুন————-