দূর্গা

eptemb

তোমার দূর্গা কাশের মাঠে, শিশির মাখছে গায়
আমার দূর্গা পথের ধারে খাবার খুঁটে খায়।
তোমার দূর্গা অকালবোধন, হিমালয়ের মেয়ে
আমার দূর্গা শুয়ে আছে কিচ্ছুটি না খেয়ে।
তোমার দূর্গা শপিং মলে, পিৎজা হাটে ঘোরে
আমার দূর্গা ভিক্ষা করে চৌ রাস্তার মোড়ে।
তোমার দূর্গা ডিস্কো থে‌ক, ফ্যাশন প্যারেড করে
আমার দূর্গা স্বামীর হাতে লাঞ্ছনাতেই মরে।
তোমার দূর্গা হাসি খিলখিল ভালোবাসায় ঘেরা
নখের আঁচড়ে আমার দূর্গার কাপড় খানাই ছেঁড়া।
তোমার দূর্গা দশভূজা সিংহবাহিনী রূপ
অত্যাচারে দূর্গা আমার নির্বাক, নিশ্চুপ!
স্বপ্ন দেখি তোমার দূর্গা আমার দূর্গা হবে!
আকাশ জুড়ে মাতবে শরৎ আগমনী উৎসবে।

3 thoughts on “দূর্গা

  1. তোমার দূর্গা দশভূজা সিংহবাহিনী রূপ
    অত্যাচারে দূর্গা আমার নির্বাক, নিশ্চুপ!
    স্বপ্ন দেখি তোমার দূর্গা আমার দূর্গা হবে!
    আকাশ জুড়ে মাতবে শরৎ আগমনী উৎসবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. লাল স্যালুট জানাই প্রিয় কবি রিয়া দিদি

মন্তব্য প্রধান বন্ধ আছে।