মাঝে মাঝে
ইচ্ছে করে
বৃষ্টি হয়ে
ঝরে পড়ি
সবুজ ঘাসে।
হলদে পাখির
ডানায় চড়ে
ছুঁয়ে আসি
বনপলাশী
এক নিমেষে।
ফাল্গুনী এই
অবুঝ বেলায়
গান গেয়ে যায়
একলা চাতক
মন উদাসী।
শুকনো পাতা
ঝরার বেলায়
হেসে বলে
গাছকে ডেকে
এবার আসি।
মাঝে মাঝে
ইচ্ছে করে
বৃষ্টি হয়ে
ঝরে পড়ি
সবুজ ঘাসে।
হলদে পাখির
ডানায় চড়ে
ছুঁয়ে আসি
বনপলাশী
এক নিমেষে।
ফাল্গুনী এই
অবুঝ বেলায়
গান গেয়ে যায়
একলা চাতক
মন উদাসী।
শুকনো পাতা
ঝরার বেলায়
হেসে বলে
গাছকে ডেকে
এবার আসি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ সুর আছে কবি দিদি
চমতকার দিদি! অনেকদিন পরে দেখা, ছবিতে দিদিকে দারুন লাগছে।
ইচ্ছে হলে বৃষ্টি হয়ে সবুজ ঘাসে
চুপটি করে ভিজে নেব,
কেউ থাকবে না আশেপাশে।
সরল লিখায় দারুণ স্বাচ্ছন্দ বোধ করি প্রিয় কবি বন্ধু রিয়া রিয়া। শুভেচ্ছা সহ ধন্যবাদ।