রাতজাগা চোখ

26775

বিষণ্ণ নদীর ধারে রাতজাগা চোখ,
থমকে দাঁড়ায় এক কুচি মেঘ,
টুকরো বিশ্বাস নিয়ে অবিশ্বাসী চোখের জল,
আঁজলে ভরে,
মনে মনে ভাবে –
অঝোর বর্ষণে আজ ভাসুক হৃদয়।

2 thoughts on “রাতজাগা চোখ

মন্তব্য প্রধান বন্ধ আছে।