আয়না

ria

প্রতিদিন আয়নার সামনে দাঁড়ালে
দেখতে পাই আমার
অন্য এক অস্তিত্ব,
যেখানে আমার গোপন ক্ষতগুলো
দগদগে ঘা হয়ে ফুটে ওঠে।

আমার চারপাশে অসংখ্য আয়না
বার বার ক্ষতগুলোকে
চিনিয়ে দিতে চায়,
ক্রমশ সরে যাই নিরাপদ দূরত্বে।
সঠিক আয়নার সামনে
দাঁড়ানো হয়ে ওঠে না আর।

2 thoughts on “আয়না

  1. যাপিত জীবনের কথা কাব্য। একরাশ শুভেচ্ছা প্রিয় কবি বন্ধু। ভালো থাকুন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2.  

    দারুণ – 

    কবিদের আয়না বোধয় শব্দ – 
    সে শব্দের মুখোমুখি তবু আমরা রোজ হই- 

মন্তব্য প্রধান বন্ধ আছে।