যদি হৃদয়কেই করবে জখম তবে
সহসা কেন এসে দাড়ালে
এই অবেলায়,
ওই শেষ বিন্দুতে আমি আজো আছি
যেখানে তুমি বলেছিলে ভালোবাসি
কোথায় যেন আমি দাড়িয়ে
রই অযৌক্তিক অপেক্ষায়……
অনেকবার দেখেছি আয়নায়
এগিয়ে গিয়েছি কিন্তু
সে এক হারানো প্রতিধ্বনি,
নিজেকে লুকাতে চায় মানুষ অদৃশ্য খোলে
কিন্তু সব কিছুই কি নিজের
নজরে লুকানো সম্ভব ?
এই মৌন দাবির সত্যতা জানতে চায় হৃদয়…….
জানি না হঠাত্ করে সে করে গেছে
এক নিমিষে উথাল পাতাল,
বুকের মাঝে অদৃশ্য অনুভব ঝড়ের প্রতিধ্বনি
যদি হৃদয়কেই করবে জখম তবে
সহসা কেন এসে দাড়ালে
এই অবেলায়,
ওই শেষ বিন্দুতে আমি আজো আছি
যেখানে তুমি বলেছিলে ভালোবাসি………….
'এক নিমিষে উথাল পাতাল,
বুকের মাঝে অদৃশ্য অনুভব ঝড়ের প্রতিধ্বনি …;
এমন শব্দ-বাণী হৃদয়ে দোলাচল বাড়িয়ে তোলে প্রিয় কবি।
অনেক ধন্যবাদ , শুভেচ্ছা জানবেন……….
জানলাম।
শুভ সকাল।
মনের কথাটি যেন বলে দিয়েছেন কবি দিদি ভাই। শুভেচ্ছা।
অসংখ্য ধন্যবাদ
ভালোবাসা থাকুক বর্তমান এবং প্রাণবন্ত। চাই না অতীত অথবা নস্টালজিয়া।
সত্যি তাই, ধন্যবাদ শুভেচ্ছা জানবেন………..