সুপ্রিয় কবি তুমি ছুঁয়ে দিলেই হয়ে যায় কবিতা
তুমি ছুঁয়ে দিলে প্রেম হয়ে যায় প্রজাপতি
মনের বাগানে ঘুড়ে বেড়ায়,
স্মৃতিরা উড়ে যায়,
তুমি হৃদয় ছুঁয়ে যাও গোপনে
প্রেম দিয়ে যাও স্বপনে,
বৃষ্টির ফোঁটা ফোঁটা জল যেন এক শিহরণ
নিশিথের হাসনাহেনা ফুল
যেন ভালোবাসার ইংগিত,
আমি কবিতার খাতা ছুঁয়ে দেখি
যেন তোমার ঠোঁট ছুয়ে দিয়েছি
এ কেমন প্রেম শুধু তোমায় নিয়ে সারাবেলা……..!!
— ফারজানা শারমিন
সুপ্রিয় এবং প্রাণের কবি'র জন্য আমার শুভকামনা কবি মৌসুমী। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ শুভেচ্ছা নিবেন
কবিতায় শুভেচ্ছা আর অভিনন্দন প্রিয় কবি দি। বেশ লেখা।
ধন্যবাদ শুভেচ্ছা নিবেন
দীর্ঘ সময়ের পাঠক অভিজ্ঞতা থেকে বলছি … আপনি ভাল লিখেন।
ধন্যবাদ ভালো লাগলো জেনে
সুন্দর হয়েছে কবিতাটি।
ধন্যবাদ শুভেচ্ছা রইলো
শুভেচ্ছা কবি বোন ফারজানা শারমিন মৌসুমী।
ধন্যবাদ শুভেচ্ছা রইল