বিনি সুঁতোর মালা ( গদ্য কবিতা )

বিনি সুঁতোর মালার মতো গেঁথে ছিলো আমাদের বন্ধন,
প্রতিদিন একে অপরের দুঃখ ভাগাভাগি করে নেয়া,
হাজারো ব্যস্ততার মাঝেও একে অপরের
সুখ দুঃখ শেয়ার করা।
কথা হতো প্রতিদিন,
এভাবে দিন যায়, বছরের পর বছর যায়,
কোথায় যেন এক অদৃশ্য মায়ায় জড়িয়ে যাই দুজন।
খুব অদ্ভূতভাবে দু’জনার পছন্দ অপছন্দ,
মনোভাব সব মিলে যেতো।
এখানে অদৃশ্য এক টানপোড়ান শুরু হতে লাগলো,
কোন ব্যস্ততায় কথা না হলে হতো মান অভিমান
বুক ফাঁটা আর্তনাদ, অঝরে কান্না।
এতো আবেগ এতো ভালোবাসা
নিষ্পাপ অনুভূতি গুলো যেন সবই মিছে,
এই মিছে মায়া আর কতোদিন ?
তবুও হাজারো অভিযোগ নিয়ে শুধু তার প্রতীক্ষায় থাকা।
এক একটা নির্ঘুম রাত মনে হতো হাজার বছরের সমান,
নিজের সাথে যে যুদ্ধ তা বোধহয় সবচেয়ে ভয়ংকর একটি যুদ্ধ।
রাতের আঁধারের নি:শব্দতা জানে কান্নায় কতো নদী
সমুদ্র জলে ভাসে গেছে,
যতোবার অবহেলায় সে আঘাত করেছে
ততোবার টের পেয়েছি কতোটা ভালোবাসি তাকে,
রক্তাক্ত হৃদয়, কষ্টে ভরা কান্নায় ভেঙে পরা
কতো দীর্ঘ নির্ঘুম কালো রাত পার করেছি তার হিসেব রাখিনি,
কেঁদে যাই, শুধু কান্না আর কান্না।
কাঁদতে কাঁদতে কবে যে চোখের জল শুকিয়ে গেছে তাও জানিনা,
মনে হয় এ জনমে আর মিটবেনা দন্দ,
এক আকাশ সমান কষ্ট নিয়ে নরকের দরজায় দাঁড়িয়ে আছি আমি,
কতো যুগযুগ কতো জনম তোমার প্রতীক্ষায়,
আমার হৃদয়ের গভীরে যে শুধু তোমার বসবাস।
ছাঁয়া হয়ে দাঁড়িয়ে থাকি ব্যস্ত তোমার পাশে
বাতাস হয়ে জড়িয়ে রাখি তোমায় আষ্টেপৃষ্ঠে,
জানি, এতো আবেগ এতো ভালোবাসা
নিষ্পাপ অনুভূতি গুলো যেন সবই মিছে।
তবুও কেন যে এ মিছে মায়া থেকে মুক্ত হতে পারছিনা,
আর কতোটা ছিঁড়বে হৃদয়ের তার বারবার ?
আর কতোটা আঘাত করবে হৃদয় গভীরে ?
আমি চেয়েছিলাম তোমার চোখে আমার জন্য একটুকু ভালোবাসা,
তৃষ্ণার্ত এক জনমের প্রত্যাশায় আর কতোবার ?
ভেতরে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে,
কতোবার মরতে চেয়েও আবার
শুধু এই ভেবে ফেরা ভালোবাসি তাকে প্রাণের চেয়েও বেশি,
তার জন্যই তো বেঁচে থাকা,
বুকের ভেতর তার স্মৃতি ঘেরা,
অভিমান গুলো বড্ড বিবাগী মনে হয়
যে তুমি আমার কেউ নও তবু তুমি আমার সব।
একদিন তোমার অবহেলা আর তিরস্কার নিয়ে
তাঁরাদের দেশে ঠাঁই নেব চিরতরে,
ভালো থেকো তুমি হে প্রিয়…..

— ফারজানা শারমিন
১২ – ০৫ – ২০১৯ ইং

5 thoughts on “বিনি সুঁতোর মালা ( গদ্য কবিতা )

  1. আপনার অন্যান্য লিখার মতো এই লিখাটিও অসাধারণ উঠে এসেছে। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. কবিতাটি খুব সুন্দর হয়েছে কবি বোন ফারজানা শারমিন মৌসুমী। শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. ভালো কবিতা। অভিনন্দন জানবেন কবি। 

  4. শিরোনাম আর প্রচ্ছদটি ভীষণ সুন্দর প্রিয় দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।