আজ পরেছি লাল বেনারসী রঙের শাড়ী
কপালে লাল টিপ হাতে রেশমী চুড়ি,
খোঁপায় ফুল বাহারী,
সিঁথিতে দিয়েছি সিঁদুর তোমার ভালোবাসার রঙে,
প্রণয়ভূষণ আলতা পায়ে,
ভালোবাসার আলোয় গড়া পায়ের নুপুর,
কামনার আগুনের অলংকার,
তোমার তো খুব পছন্দ তাই না গো,
প্রণয়ী বাতাসে মধুগন্ধীর সৌরভে
অনাদ্র বাতাসে ওড়ে শাড়ির আঁচল,
ঠোঁটে তোমার ছোঁয়াতে ফুটবে ফুল গোপন বিহারে,
নীরব মনের আবেশে ওই বাঁধ ভাঙ্গা প্রেমের
জোয়ারেতে এসেছে ঢেউ চরম তরঙ্গে,
মন আজ মেতেছে উত্সবে তোমার ভালোবাসার রঙে,
এই যেনো ছুঁয়ে গেলে তুমি আমার ভেজা চুলে,
আমি শুধু তোমার নি:শ্বাসটুকু টের পাই,
পরক্ষণেই মনে হয় গোলাপের সুবাস নিয়ে জেগে ওঠা ভোর ।
অস্থিরতা, অপেক্ষা, নীরবতা, কল্পনা প্রেম
মিলেমিশে এক স্বর্গীয় অনুভূতি,
তোমার বুকের মধ্যে যেন কামনার আগুন ঠোঁটে মৃদু কম্পন,
আমাকে তোমার ভালোবাসার আগুনে পোড়াতে চাইছো তুমি,
আমিও সেচ্ছায় পুড়তে চাওয়া এক প্রজাপতি হই,
নিজেকে সঁপে দেই তোমার প্রেমের আগুনে,
নগ্ন পায়ে অঙ্গারে হেঁটে হেঁটে
অতঃপর তোমার ভালোবাসায় পুড়ে ছাই হয়ে যাই……
— ফারজানা শারমিন
১৩ – ০৮ – ২০১৯ ইং
আগুনের গোলাপ। কবিতায় অর্পণ। অসাধারণ শব্দানুভবের প্রকাশ।
অসংখ্য ধন্যবাদ মুরব্বী । শুভেচ্ছা জানবেন……………
আগুনের গোলাপে জীবনের গল্প প্রিয় কবি দিদি ভাই। ঈদ মোবারক।
অসংখ্য ধন্যবাদ কবি । শুভেচ্ছা জানবেন ঈদ মোবারক
কবিতায় ভালোবাসা কবি বোন ফারজানা শারমিন।
অসংখ্য ধন্যবাদ কবি । শুভেচ্ছা জানবেন…………..
অনাদ্র বাতাসে ওড়ে শাড়ির আঁচল। সুন্দর কবি। ঈদ মোবারক।
অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা নিন………..
অসংখ্য ধন্যবাদ………..
তোমার বুকের মধ্যে যেন কামনার আগুন ঠোঁটে মৃদু কম্পন,
আমাকে তোমার ভালোবাসার আগুনে পোড়াতে চাইছো তুমি,
আমিও সেচ্ছায় পুড়তে চাওয়া এক প্রজাপতি হই,
নিজেকে সঁপে দেই তোমার প্রেমের আগুনে,
অসাধারন কাব্যিক ভাবনা।
অসংখ্য ধন্যবাদ কবি । শুভেচ্ছা নিন………
শুভেচ্ছা জানবেন আপা।
অসংখ্য ধন্যবাদ । আপনাকেও শুভেচ্ছা………..