আমার নি:শব্দে কান্না কি তোমার কর্ণকুহর ভেদ করেছে ?
তোমার দৃষ্টিসীমা থেকে যোজন যোজন দূরে থাকা
এই আমার বেদনার নীলচে আলোকরশ্মিটা কি তোমার কর্ণিয়া ভেদ করেছে ?
হৃদয় জুড়ে নেমেছে শ্রাবণ বইছে অঝোরধারা,
তোমার ষষ্ঠ ইন্দ্রিয়কে কি ছুঁয়েছে আমার দীর্ঘশ্বাস ?
তুমি কি বুঝতে পারো আমার ব্যথা বেদনা ?
মনের উঠোনে ভরে আছে এক সমুদ্র ঢেউ জোয়ার ভাটা
তুমি কি তা দেখতে পেয়েছো ?
তারপরও ক্লান্তহীন সামনে চলা পৃথিবীর রথে
প্রতিনিয়ত যুদ্ধরত জীবনের সাথে নিয়তির নিষ্ঠুর বিষাক্ত ছোবল জ্বালা ধরায় বুকে,
স্নিগ্ধ ভোরের আলোয় কুয়াশার ফাঁকে দেখি তোমাকে ,
অস্পষ্ট আল্পনায় ভালবাসার সাঁঝে
ক্ষত বিক্ষত হৃদয়ে ছুটে চলি অফুরন্ত দিগন্তের মাঝে,
ছটফটে অবুঝ মন আমায় তাড়া করে ভালবেসে যাকে কখনো দেখিনি চোখে তারই আহ্বানে,
অথচ তোমার বুকের গভীরে নিস্পাপ প্রেমের মৃত্যু দেখেছি অগণিতবার,
আমাকে আর আকৃষ্ট করো না তোমার প্রেমে,
নিষ্ঠুর তুমি, তুমি হৃদয়হীন পাষাণ,
আমার মনি মুক্তা খচিত জীবনে চাইনি চাঁদ সূর্য ,
চেয়েছিলাম শুধু তোমার সান্নিধ্য,
যদি আমায় উপলব্ধি করতে তাহলে বুঝতে আমার হৃদয়ের গহীনের শব্দ,
শুনতে পেতে আমার হৃদয়ের হৃদ স্পন্দন যেখানে শুধু তোমার বিচরণ,
খুঁজে পেতে কারনে অকারনে অঝর শ্রাবণ বুঝে নিতে,
কতো গভীর ভালোবাসায় এই হৃদয়ে করেছি তোমাকে ধারন,
নিষ্ঠুর তুমি, তুমি হৃদয়হীন পাষাণ,
আমারই হয়তো সব ভুল ছিলো
আমি বেমালুম হেরে যাই নিয়তির স্বার্থপরতার কাছে
অত:পর অন্ধকারে সমর্পণ করি আমি নিজস্ব সত্ত্বাকে…………
— ফারজানা শারমিন
২৫ – ১১ – ২০১৯ ইং
ভালো লিখেছেন কবি ফারজানা শারমিন। অভিনন্দন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা নিন প্রিয়………..
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা নিন প্রিয়……….
আপনার লেখা আমার কাছে ভীষণ ভালো লাগে প্রিয় কবি আপা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা নিন প্রিয়………..
প্রতিনিয়ত যুদ্ধরত জীবনের সাথে নিয়তির নিষ্ঠুর বিষাক্ত ছোবল জ্বালা ধরায় বুকে,
স্নিগ্ধ ভোরের আলোয় কুয়াশার ফাঁকে দেখি তোমাকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা নিন প্রিয়……..
আমি বেমালুম হেরে যাই নিয়তির স্বার্থপরতার কাছে
অত:পর অন্ধকারে সমর্পণ করি আমি নিজস্ব সত্ত্বাকে………
* বেশ তাৎপর্যপূর্ণ মনে হলো….
অসংখ্য ধন্যবাদ আপনাকে…………..
শুভ কামনা রইল প্রিয়
ভালোবাসা কবি বোন ফারজানা শারমিন। প্রচ্ছদটি একসময় আপনার প্রোফাইল পিক ছিলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে……..
শুভ কামনা রইল প্রিয়
আমার কাছে আপনার কবিতা খুবি সুন্দর লেগেছে কবি দিদি ভাই।
অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনাকে……….
শুভ কামনা রইল প্রিয়