ডেথ সার্টিফিকেট…

রাগ গুলো আজকাল আর প্রকাশ করতে ইচ্ছে করেনা,
অভিমান অভিযোগ করাটাও ভুলে গিয়েছি,
প্রতিনিয়ত হৃদয়ে রক্তক্ষরণ,
কিন্তু ধৈর্য্য ধরাটা এখন খুব কঠিন আর অপেক্ষা খুব ভয়াবহ,
অবহেলাটা ছুড়ে দেয়া বিষাক্ত তীরের মত যন্ত্রণাদায়ক,
দুটো এক সাথে থাকলে একটা জীবনও নিরব নিথর হয়ে যায়
তাই মাঝে মাঝে নিজেকে “মৃত” ঘোষনা করতে ইচ্ছে করে,
ইশ কেউ একজন থাকতো লিখে দিত আমার ডেথ সার্টিফিকেট
যেখানে লেখা থাকবে “ভালোবাসার অপরাধে এই রমনীর” মৃত্যু” হয়েছে…

— ফারজানা শারমিন
২৩ – ০৩ – ২০২০ ইং

9 thoughts on “ডেথ সার্টিফিকেট…

  1. এমন সুন্দর লেখায় মৃত্যুর প্রচ্ছদ এই ছবিটি বেশী রকমের ভয়াবহ হয়ে গেছে কবি বোন ফারজানা শারমিন। পারলে বদল করে দিন। :(

    1. ঠিক আছে ধন্যবাদ জানবেন…………….

  2. আল্লাহ মাফ করুন। রোম্যান্টিকতার বাহানায়ও ভিন্ন কোন অপমৃত্যু আর দেখতে চাইনা। সবাই ভালো থাকি। একরাশ শুভেচ্ছা কবি ফারজানা শারমিন। শুভ হোক দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি বদল করে দেবার জন্য, শুভ কামনা জানবেন…………..

  3. আশাহত মনের বিরহগাথা, সুন্দর রচনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।