আমার কাছে তুমি থেকে যাও কিছুক্ষণ
আরো কিছুক্ষণ ভেজা জোছনায় রুপসী নির্ঘুম রাতে
আমাদের কথার ফুলঝুড়ি ছুটে চলুক বেসামাল
এইখানে রেখে যেও রুপালী অক্ষরে লেখা চিঠি
লিখে রেখো আছি চিরচেনা এই পথেই
তুমি আমি কাছাকাছি ছুঁয়ে দেখো এই হাতখানি
স্মৃতিময় হয়ে থাক জীবনের কিছু ভুল রোমাঞ্চিত কিছু রাত,
ভোরের শিশির কণা এই পথ যেন চিরচেনা,
তোমার আমার প্রেম মোহনায় ভেসে ওঠা ভালোবাসার এক অনন্ত উর্মিমালা,
নিশিপুষ্পের গন্ধ ছড়িয়ে চারদিকে উদাস হাওয়া বয়ে যায়,
সোহাগী বাঁশির সুর বেজে যায় অন্তরে,
নীল সমুদ্র সৈকতে তুমি আর আমি জল ছুঁয়ে ছুঁয়ে হেঁটে যাই,
তছনছ করে ভালোবাসো তুমি,
সমস্ত সীমারেখা পার করে ভালোবাসার অথৈ সাগরে ডুবিয়ে দাও আমায়,
শুধু মুহুর্ত গুলো মধ্যে ছিল সুখের দীর্ঘ অভিলাষের তৃপ্তি,
মনের খুব গভীরে তুমি আছো মিশে গোপন গভীরতা স্বপ্নের মায়াজালে,
সবটুকুই যেন নৈসর্গিক এক কল্পনা,
যে শিমুল তোমারই নামে ফুটেছে আমার হৃদ কাননে,
রাঙিয়ে দিও তোমার প্রেমে আবার নতুন ভাবে সাজিয়ে নিও প্রগাঢ় অন্তরঙ্গের জলসা ঘর…………..
— ফারজানা শারমিন
১১ – ০৪ – ২০২০ইং
যে শিমুল তোমারই নামে ফুটেছে আমার হৃদ কাননে,
রাঙিয়ে দিও তোমার প্রেমে আবার নতুন ভাবে সাজিয়ে নিও …
প্রগাঢ় অন্তরঙ্গের জলসা ঘর। … বরাবরের মতো চমৎকার উপমায়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে…………………
অসংখ্য ধন্যবাদ…………….