অপেক্ষার সরণী বেয়ে প্রতিটি ভালোবাসার মাঝে জড়িয়ে থাকে দূরত্বের,
অদেখা অস্পর্শী কিংবা কখনো অনিয়ন্ত্রিত মনের দহন,
তবু ভালোবাসি, সকল নিয়মের শৃঙ্খল ভেঙে
অতৃপ্ত জ্বালা অসীম শূন্যতায়,
এক বৈশাখে চলে এসো সাথে নিয়ে একবুক প্রেম
ছড়িয়ে দিও চন্দ্রমল্লিকার ভালোবাসার উত্তাল শিহরণ,
শরীরের ভাঁজে ভাঁজে জড়িয়ে দিও তোমার উষ্ণ অনুভবের একরাশ উন্মাদনা,
তোলপাড় সুখে ভাসিয়ে দিও
অপলক চেয়ে থাকা দু’চোখে পড়িয়ে দিও মায়াবতী অথৈ কাজল,
ছুঁয়ে দিও গাঢ় গভীর চুম্বনে
উন্মত্ত বক্ষজুড়ে ছড়িয়ে দিও মন্ত্রমুগ্ধ প্রেমের নিখাদ ভালোবাসা,
তুমি ভেঙে দিও শতবর্ষের দূরত্বের প্রাচীর,
ঘুচিয়ে দিয়ে সমস্ত ব্যবধান অবাধ উন্মাদনায় অবারিত ভালোবাসায়
উন্মুক্ত আলিঙ্গনে শুঁষে নিও জীবনের সমস্ত দহনদাগ, জীর্ণ-শীর্ণ দুঃসহ যত ক্ষত,
এক বৈশাখে চলে এসো সাথে নিয়ে একবুক প্রেম…..
4 thoughts on “এক বৈশাখে …”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
উন্মুক্ত আলিঙ্গনে শুঁষে নিও জীবনের সমস্ত দহনদাগ, জীর্ণ-শীর্ণ দুঃসহ যত ক্ষত,
এক বৈশাখে চলে এসো সাথে নিয়ে একবুক প্রেম…..
অসংখ্য ধন্যবাদ আপনাকে । নববর্ষের শুভেচ্ছা
বাহ্ অতিব সুন্দর গুচ্ছিত মনের নিপুণতা,
অসংখ্য ধন্যবাদ, শুভ নববর্ষ