পদ্মা সেতু আর স্বপ্ন নয় বাস্তব,
এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টির সীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে,
পদ্মার তীর থেকে দেখা যাচ্ছে পিলারের দীর্ঘ সারি,
তার উপর একে একে বসানো হচ্ছে ইস্পাতের কাঠামো সব মিলিয়ে প্রায় চার কিলোমিটার দৃশ্যমান।
পদ্মা সেতু শুধু রড, সিমেন্ট ও পাথরের সেতু নয়,
এর সঙ্গে জড়িয়ে আছে ১৭ কোটি মানুষের আবেগ,
চ্যালেঞ্জকে জয় করার অদম্য স্পৃহা এবং আগামীতে দেশের অর্থনীতিতে অপার সম্ভাবনার হাতছানি,
পদ্মার আকাশে দেখা দেয় কালো মেঘের ঘনঘটা,
সব বাঁধা উপেক্ষা করে শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের দুঃসাহসিক চ্যালেঞ্জ,
এতেই কেটে যায় কালো মেঘ,
দিগন্ত আলোকিত করে হেসে উঠে সূর্য,
সেতু নির্মাণের কর্মযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় স্বপ্নের বীজ বোনা আর সেই স্বপ্ন আজ বাস্তবে ধরা দিয়েছে।
প্রমত্তা পদ্মায় অবিস্মরণীয় স্বপ্ন জয়ের গল্প।
শত বাঁধা বিপত্তি, দেশী বিদেশি চক্রান্ত, উপহাস, গুজব, প্রাকৃতিক ও ভৌগলিক চ্যালেঞ্জ মোকাবেলা করে সত্যি হয়েছে কোটি মানুষের স্বপ্ন।
পদ্মাসেতু আজ আর কল্পনা নয়, প্রচণ্ড বাস্তব।
আর এই মহাযজ্ঞ সম্পন্ন হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তা, সততা ও কঠোর সংকল্পের কারণে।
বীর বাঙ্গালি ৭১-এ মাথা উঁচু করে দাঁড়িয়েছে,
কেউ তা হেঁট করতে পারবে না।
সেতু যদি থাকে মনের সঙ্গে বাঁধা দূরত্ব সেথা হয় না কোন বাধা
কত শত যে স্বপ্ন বুনেছি পদ্মায় উড়বো পাখির মতোন,
অবশেষে সে স্বপ্ন হয়েছে পূরণ,
পদ্মা সেতুর আজ উদ্বোধন উন্মুক্ত হলো দখিনের দুয়ার………….
— ফারজানা শারমিন
২৫ – ০৬ – ২০২১ ইং
অবশেষে সে স্বপ্ন হয়েছে পূরণ,
পদ্মা সেতুর আজ উদ্বোধন উন্মুক্ত হলো দখিনের দুয়ার…