প্রণয় কারাবাস….

ttyu

অন্তহীন শাস্তি বুকে নিয়ে বাঁচার নাম হলো জীবন,
অন্যকে উজার করে ভালোবাসলে নিজের ভাগ্যে শূন্য থাকাই স্বাভাবিক,
অদৃশ্য সম্মোহনী মায়ায় স্মৃতি গুলো যেন পুড়ছে নিরন্তর,
এমন কোন লিখিত চুক্তি ছিলোনা,
ছিলোনা এমন কোন বিশাল সম্পত্তি আমার,
কিংবা অদৃশ্য মোহের বাঁধন রুপ রঙের বাহার,
তা স্বত্ত্বেও জানিনা কেন তার চোখের গভীরে প্রেমের বিম্ব চিরদিনই উজ্জ্বল,
মায়াময় এই প্রণয় কারাবাসে দেহখানি নিষ্প্রাণ তবুও মন অভিলাষী পাখি কিন্তু পালক বিহীন
উড়ে যেতে চাইলেও বন্দী চিরদিন,
একাকীত্ব যদিও দুর্বিসহ তবুও মানিয়ে নিয়েছি বটে,
সীমাবদ্ধতার অনন্য তাতেই সর্ব শিখরে এই প্রেম,
মৃত্যুর ব্যঞ্জনা নিয়ে ভালোবাসারা ফিরে আসে বারংবার,
পারিনা ওই দায়বদ্ধতার দেয়ালটাকে টপকে যেতে,
গোলাপ কাঁটার বেষ্টনী ভেদ করতে গিয়ে
ঝরালাম অনাহুত রক্ত কত,
অন্তহীন শাস্তি বুকে নিয়ে বাঁচার নাম হলো জীবন………

.
— ফারজানা শারমিন
২৮ – ১২ – ২০২২ইং

2 thoughts on “প্রণয় কারাবাস….

  1. "অন্তহীন শাস্তি বুকে নিয়ে বাঁচার নাম হলো জীবন।" ___ পরম সত্য এই আপ্তবাণী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বেশ আবেগময়

    ভাল থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।