রেখেছি দেখো পূর্ণ থাকা পাঁজরে
তোমাকে রেখেছি আজ
মেঘ কালো রোদ্দুরে ;
শ্যাওলা জড়ানো পুরনো স্নান ঘরে।
তোমাকে রেখেছি এই
বাসমতী চাল ঝরে ;
আধ ফোটা মুশুরী ডাল ভরে।
তোমাকে রেখেছি দেখো
পূর্ণ থাকা পাঁজরে ;
এলেবেলে মাখামাখি শুদ্ধ চাদরে।
তোমাকে রেখেছি মেখে
আটপৌঢ় সময় ধরে,
সময়ের আহবানে মননে শরীরে।।
___________________
ছবির সৃষ্টি মাহমুদ এইচ খান
রাংগাউটি, মৌলভিবাজার ।
"তোমাকে রেখেছি এই বাসমতী চাল ঝরে ;
আধ ফোটা মুশুরী ডাল ভরে।" ___ এখানে দেখছি তোমার জন্যই সব।
বাহ
দারুণ
ভালোবাসার অনুপম প্রকাশ।
অসাধারণ হয়েছে দিদি ভাই।
অনেক সুন্দর অনেক সুন্দর কবি বোন।