রেখেছি দেখো পূর্ণ থাকা পাঁজরে

রেখেছি দেখো পূর্ণ থাকা পাঁজরে

তোমাকে রেখেছি আজ
মেঘ কালো রোদ্দুরে ;
শ্যাওলা জড়ানো পুরনো স্নান ঘরে।
তোমাকে রেখেছি এই
বাসমতী চাল ঝরে ;
আধ ফোটা মুশুরী ডাল ভরে।
তোমাকে রেখেছি দেখো
পূর্ণ থাকা পাঁজরে ;
এলেবেলে মাখামাখি শুদ্ধ চাদরে।
তোমাকে রেখেছি মেখে
আটপৌঢ় সময় ধরে,
সময়ের আহবানে মননে শরীরে।।

___________________
ছবির সৃষ্টি মাহমুদ এইচ খান
রাংগাউটি, মৌলভিবাজার ।

5 thoughts on “রেখেছি দেখো পূর্ণ থাকা পাঁজরে

  1. "তোমাকে রেখেছি এই বাসমতী চাল ঝরে ;
    আধ ফোটা মুশুরী ডাল ভরে।" ___ এখানে দেখছি তোমার জন্যই সব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif 

মন্তব্য প্রধান বন্ধ আছে।