এটা একটি গান হলেও হতে পারতো

মায়াবীনি রাত –
তুই দূরে থাক ;
প্রিয় আজ কাছে আর আসেনি।।
না বলা কথার জ্বালা,
ভুল করে গাঁথা মালা –
ছিঁড়ে যাওয়া সুর কেও সাধেনি।।

নিশ্চুপ চাঁদিমা মিটি মিটি জ্বলছে ;
জানিনাতো আনমনে কতো কথা বলছে –
রাত জাগা ভোর আরতো আসেনি,
প্রিয় ,সেতো আজ ভালো আর বাসেনি।।

বোশেখের বাতাসেরা তাণ্ডবে গাইছে ;
নীড়ফেরা পাখিরা কার ছোঁয়া চাইছে ?
ভাঙ্গা মন তাকে আর ডাকেনি,
প্রিয়, সেতো কাছে আর আসেনি।।

——————————————————-

9 thoughts on “এটা একটি গান হলেও হতে পারতো

  1. এটা একটি গান হলেও হতে পারতো। নিশ্চয়ই এটি একটি গীতিকাব্য হতে পারতো নয়; বলুন হয়েই গেছে প্রিয় কবি রোদেলা নীলা। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুর যোগ হয়ে গেলে নিশ্চয়ই এটি একটি গীতিকথা। শুভকামনা কবি। 

    1. হুম সুরের অপেক্ষায় ।

  3. সত্যই গানের কথা সুন্দর ——–

  4. গীতিকবিতা শুধু লেখা হলো,সুর হলোনা প্রকাশক ।

  5. দারুণ হয়েছে কবিবোন রোদেলা নীলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. গীতিকাব্যের অভিনন্দন প্রিয় কবি দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  7. 'আকাশের ঐ মিটিমিটি তারার সাথে কইব কথা
    নাই বা তুমি এলে।'

    এরকম একটা গান অবশ্যই হতে পারে। সুর করে দেখা যায়, যদি কেউ গাওয়ার চেষ্টা করতে পারেন :)

    কবিতা হিসাবেও সুন্দর হয়েছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।