কবিদের ভাবনা

সাড়ে তিন’শো কিলোমিটার দূরবাসে
হাত বাড়ালে অন্ধকার উঠে আসে ;
প্রচ্ছন্ন তার অবয়ব,
আমি চিনতে পারলেও না চেনারা
ভীষন আগ্রহে জানিয়ে দেয়–
নীরব দূরত্বে থাকো রমনী।
আমি দূর থেকে আরো দূরে বিলীন হতে থাকি ;
যতোটা দূরত্বে রোদ আলো দিতে না পারে,
একমুঠো ঝলমল হাসিকে করতলে মাখিয়ে
হারিয়ে যাব নিষিদ্ধ উপত্যকায়।
তোমাদের কাছে আমার নিকটে পৌঁছাবার
আর কোন সূত্র পাঠাবো না আমি !
ভালো থেকো জল
ভালো থেকো মেঘ
ভালো থেকো পাহাড়
ভালো থেকো আমার নিতান্ত ভালোবাসারা।
______________________

বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত –
– নির্মলেন্দু গুণ
একা একা মশারী টানাতে টানাতে আমি এখন ক্লান্ত
– রোদেলা নীলা
__________

4 thoughts on “কবিদের ভাবনা

  1. ভালো থাকুক আপনার সকল নিতান্ত ভালোবাসারা। আমাদের শুভকামনা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভাল এবং সুন্দর কবিতার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা।

  3. কবিদের ভাবনা স্পেশাল ধরে নিয়েই পড়ি। অভিনন্দনে শুভেচ্ছা কবি রোদেলা নীলা। :)

  4. শুভযাত্রা কবি বোন রোদেলা নীলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।