নো ম্যান্স ল্যান্ডস্-এ গিয়ে বলটা পড়লো,
ব্যাটসম্যান আম্পায়ার সবাই নিশ্চুপ!
রান হলো না, আউটও না, এটাই নিয়ম
নো ম্যান্স ল্যান্ডস্ যে বিপাশাদের উঠোন।
এপারে তড়পায় হৃদয়
ওপারে শূণ্য উঠোন,
মাঝখানে অদৃশ্য কাঁটাতার
নির্লিপ্ত চোখে চেয়ে
আমাদের নিরঞ্জন …
নো ম্যান্স ল্যান্ডস্-এ গিয়ে বলটা পড়লো,
ব্যাটসম্যান আম্পায়ার সবাই নিশ্চুপ!
রান হলো না, আউটও না, এটাই নিয়ম
নো ম্যান্স ল্যান্ডস্ যে বিপাশাদের উঠোন।
এপারে তড়পায় হৃদয়
ওপারে শূণ্য উঠোন,
মাঝখানে অদৃশ্য কাঁটাতার
নির্লিপ্ত চোখে চেয়ে
আমাদের নিরঞ্জন …
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমাদের নিরঞ্জন। হুম, আমাদের নিরঞ্জনই বটে। দারুণ লাগে এই কথা কাব্য।
নিরঞ্জনকে আমার ভালই লাগছে।