চৈত্র শেষে বৈশাখ
আসি আসি করছিলো।
তখন বিকেল গুলোকে
শুধু মনে হতো,
ক্ষুদ্র একটা বিন্দু ;
আর রাতগুলোকে
সুদীর্ঘ সরলরেখা।
কালবৈশাখী ঝড়ের আগে
গুমোট ধরা এক বিকেলে,
ছোটনদের পুকুরে জুড়ে
ঢিল ছুঁড়তে ছিলাম,
পাড়ে বসা নিরঞ্জন
নিষ্পলক শুধু দেখেছিল;
পুকুর জলে মিলিয়ে যাওয়া
অর্থহীন ঢেউ গুলো।
ঈশান কোণে মেঘ জমতে দেখে
বললাম, ” চল বাড়ি যাই-
ঝড় আসবে, তবুও বিপাশা না।”
আহত চোখে একবার চেয়ে
ক্ষীণ স্বরে শুধু বলেছিল –
“জানিস,
ভালোবাসতে হয় ঝড়ের মতন
যা মেঘ-ধূলো সব এক করে দেয়,
ভালোবাসতে হয় বাঁধ ভাঙা জলের মতন
যা প্লাবন হয়ে দিগ্বিদিক ভাসিয়ে নেয়।”
নিরঞ্জন এর ভাবনা সকল অসাধারণ। ধারাবাহিকটিকে আপন করে নিয়েছি। অনেক অনেক শুভেচ্ছা মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা।
আজ বিপাশা রয়ে গেছে স্মৃতিকথায়। বাহ্