নিরঞ্জনের না বলা কথা – ৬

চৈত্র শেষে বৈশাখ
আসি আসি করছিলো।

তখন বিকেল গুলোকে
শুধু মনে হতো,
ক্ষুদ্র একটা বিন্দু ;
আর রাতগুলোকে
সুদীর্ঘ সরলরেখা।

কালবৈশাখী ঝড়ের আগে
গুমোট ধরা এক বিকেলে,
ছোটনদের পুকুরে জুড়ে
ঢিল ছুঁড়তে ছিলাম,
পাড়ে বসা নিরঞ্জন
নিষ্পলক শুধু দেখেছিল;
পুকুর জলে মিলিয়ে যাওয়া
অর্থহীন ঢেউ গুলো।

ঈশান কোণে মেঘ জমতে দেখে
বললাম, ” চল বাড়ি যাই-
ঝড় আসবে, তবুও বিপাশা না।”

আহত চোখে একবার চেয়ে
ক্ষীণ স্বরে শুধু বলেছিল –
“জানিস,
ভালোবাসতে হয় ঝড়ের মতন
যা মেঘ-ধূলো সব এক করে দেয়,
ভালোবাসতে হয় বাঁধ ভাঙা জলের মতন
যা প্লাবন হয়ে দিগ্বিদিক ভাসিয়ে নেয়।”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

2 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ৬

  1. নিরঞ্জন এর ভাবনা সকল অসাধারণ। ধারাবাহিকটিকে আপন করে নিয়েছি। অনেক অনেক শুভেচ্ছা মি. রোমেল আজিজ। শুভ সন্ধ্যা। 

  2. আজ বিপাশা রয়ে গেছে স্মৃতিকথায়। বাহ্  :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।