জোনাকির অকাল মৃত্যুতে
অথবা অমাবশ্যার আঁধার রাতে,
মানুষ কখনো পথ হারায় না।
পথ হারায় মানুষ ভরা জোছনায়;
মানুষ পথ হারায়,
তীব্র আলোয়, মরুভূমির মরিচীকায়…
জোনাকির অকাল মৃত্যুতে
অথবা অমাবশ্যার আঁধার রাতে,
মানুষ কখনো পথ হারায় না।
পথ হারায় মানুষ ভরা জোছনায়;
মানুষ পথ হারায়,
তীব্র আলোয়, মরুভূমির মরিচীকায়…
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতায় আপনার সাথে পূর্ণমত কবি রোমেল আজিজ।
পথ হারায় মানুষ ভরা জোছনায়;
মানুষ পথ হারায়,
তীব্র আলোয়, মরুভূমির মরিচীকায়…
* বাহ! অসাধারণ অভিব্যক্তি…
ভালো থাকুন কবি।
সংক্ষিপ্তে সুন্দর লিখেছেন কবি দা।